
ফেব্রুয়ারি মাসে পালিত হতে চলেছে বাঙালির অন্যতম জনপ্রিয় সরস্বতী পুজো। এবছর বাঙালির প্রেমদিবসের দিনেই পড়েছে ভ্যালেন্টাইনস ডে। ফলে এবছর পুজো যে একটু বেশি বিশেষ হতে চলেছে। হিন্দু ধর্মে সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত। আর মাত্র কয়েকদিন পরেই ধুমধাম করে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পালিত হবে বাগদেবীর আরাধনা। হিন্দুমতে সরস্বতী হলেন বিদ্যা, প্রজ্ঞা ও শিল্পের দেবী। তাই এদিন ভক্তি ও নিষ্ঠাভরে দেবী সরস্বতীর পুজো করা হলে জীবনের প্রতিটি পদে পদে সাফল্য লাভ করা যায়। এ বছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
সরস্বতী পুজো শুধু একটি উত্সব নয়, রয়েছে জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জ্য়োতিষশাস্ত্র মতে, এদিন বেশ কিছু গ্রহ-নক্ষত্রের গতিবিধি বদলের কারণে বিরল থেকে বিরলতম শুভ যোগ তৈরি হচ্ছে। তার কারণে পুজোর গুরুত্ব বেড়েছে চারগুণ। এছাড়া এদিন থেকেই শুরু হচ্ছে বসন্ত ঋতুও। পাশাপাশি এ বছর ১০০ বছর পর সরস্বতী পুজোর দিন রেবতী নক্ষত্র পঞ্চমী তিথি ও বুধবার পড়েছে।এখানেই শেষ নয়, এ দিনে শুক্ল যোগ, অমৃত সিদ্ধি যোগ ও রবি যোগের মতো অনেক যোগ একযোগে গঠিত হতে চলেছে। এর পাশাপাশি সরস্বতী পূজার দিনে একটি অজানা মুহুর্তও রয়েছে। তা হল, এদিন কোনও বিশেষ কোনও শুভ মুহূর্ত নেই, কারণ গোটা দিনটিই বিশেষ হতে চলেছে। সেদিন কোনও রকম মুহুর্ত না দেখেও পুজো করতে পারেন। এই স্পেশাল দিনে বাগদেবীর আশীর্বাদে উন্নতি, সাফল্যের শীর্ষে থাকবেন কোন ৩ রাশি, তা জেনে নিন এখানে…
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বসন্ত পঞ্চমী খুব শুভ দিন হতে চলেছে। বসন্ত পঞ্চমীর দিনে অনেক বিরল যোগ তৈরি হতে চলেছে,তার জেরে কর্কট রাশির পড়ুয়াদের জীবনে ইতিবাচক প্রভাব দেখা দেবে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদেরও সাফল্য মিলতে পারে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য বসন্ত পঞ্চমী খুব শুভ দিন হতে চলেছে। আটকে থাকা সব কাজ শেষ হতে শুরু করবে। কন্যা রাশির পড়ুয়াদের এদিন ঘরে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করা উচিত। তাতে পড়াশোনায় একাগ্রতা আসবে এবং জ্ঞান বৃদ্ধি পাবে।
তুলা রাশি : এই রাশির জাতক-জাতিকারা দেবী সরস্বতীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন। পরিশ্রমের ফল পেতে পারেন এই সময়। জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহী হবে। পড়াশোনায় মনোযোগ থাকবে। পরীক্ষায় ভাল ফল আসতে চলেছে। সরস্বতী পূজার দিন দেবী সরস্বতীকে হলুদ চন্দন অর্পণ করতে পারেন।