Shani Dev: শনির কৃপায় সংসার ফুলে ফেঁপে উঠবে এই ৩ রাশির! বিরাট বদল আসবে নতুন বছরের শুরুতেই

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 16, 2023 | 7:30 AM

Zodiac Signs: নতুন বছরের শুরুতেই ন্য়ায়ের দেবতা শনি কুম্ভ রাশিতে পিছিয়ে যেতে চলেছেন। তাই নতুন বছর কারওর জন্য অশান্তির, আবার কারওর জন্য শান্তির। বেশ কিছু রাশির ভাগ্যে জুটবে শুধুই কষ্ট আর সমস্যা, অন্যদিকে কিছু রাশির ভাগ্যে রয়েছে সাফল্য ও সৌভাগ্য। শনিদেবের কৃপায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন, ধনসম্পত্তিতে ফুলে ফেঁপে উঠবেন কারা কারা, তা জেনে নেওয়া উচিত এখনই...

Shani Dev: শনির কৃপায় সংসার ফুলে ফেঁপে উঠবে এই ৩ রাশির! বিরাট বদল আসবে নতুন বছরের শুরুতেই

Follow Us

২০২৩ বছর অবসানের পরই স্বাগত জানানো হবে ২০২৪ সালকে। দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে, আর রাশির ভাগ্যও পরিবর্তনও ঘটতে চলেছে। নতুন বছরের শুরুতেই ন্য়ায়ের দেবতা শনি কুম্ভ রাশিতে পিছিয়ে যেতে চলেছেন। তাই নতুন বছর কারওর জন্য অশান্তির, আবার কারওর জন্য শান্তির। বেশ কিছু রাশির ভাগ্যে জুটবে শুধুই কষ্ট আর সমস্যা, অন্যদিকে কিছু রাশির ভাগ্যে রয়েছে সাফল্য ও সৌভাগ্য। শনিদেবের কৃপায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন, ধনসম্পত্তিতে ফুলে ফেঁপে উঠবেন কারা কারা, তা জেনে নেওয়া উচিত এখনই…

বৃষ রাশি: নতুন বছরে শনি তার নিজরাশি কুম্ভ রাশিতে পিছিয়ে যাবে। তার ফলে এই রাশির জাতকদের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। ২০২৪ সালে সাফল্য অর্জন করবেন প্রতিটি পদে পদে। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। শুক্র ও শনির মধ্যে বন্ধুত্ব থাকায় এই রাশির জাতক-জাতিকারা ২০২৪ সালে বিয়ে করার কথা ভাবতে পারেন। বিয়ের জন্য এটাই সেরা সময়।

মিথুন রাশি: ২০২৪ সালে শনির পিছিয়ে যাওয়ায় এই রাশির জাতকদের পরিবেশ থাকবে অনুকূলে। মিথুন রাশির অধিপতি বুধ। বুধ ও শনির মধ্যে বন্ধুত্ব রয়েছে প্রবল। এ বছর আপনার অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে পারবেন। দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এই সময়। পরিশ্রমের ফল পেতে পারেন এই সময়েই।

মকর রাশি: ২০২৪ সালে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ সময়। শনিদেব এ বছর আপনার ভাগ্য়কে দারুণ সহায় থাকবে। নতুন বছরে আপনি থাকবেন সুখী মানুষ। আয়ের নতুন উৎস হিসেবেও আসবে নানা পথের খোঁজ। বাড়ি ও পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন। ব্যবসাও এগিয়ে যাবে উন্নতির পথে। এই রাশির জাতকদের সুখ ও সমৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি: শনিদেব নতুন বছরে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। তাই এই রাশিতে শনিদেবের বিপরীতমুখী গতিবিধি অত্যন্ত উপকারী ও ফলদায়ক বলে মনে করা হয়। হঠাত অর্থপ্রাপ্তি ও সৌভাগ্য বৃদ্ধি হতে পারে আপনার। বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসবে।