
কথিত আছে, শনিদেব অত্যন্ত নিষ্ঠুর একটি গ্রহ। মানুষের কর্মের ভিত্তিতে ফল প্রদান করেন তিনি। তাই কোনও কিছুতেই ছাড় দেন না তিনি। কারওর প্রতি সহানুভূতিশীল মনোভাব তিনি দেখান না। জ্যোতিষীদের মতে, নির্দিষ্ট সময় অনুসারে, শনিদেব নিজের গতিপথ পরিবর্তন করেন। যখন যে রাশিতে প্রবেশ করেন, সেই রাশির জাতক-জাতিকাদে র জীবন বদলে যেতে পারে। কখনও সৌভাগ্যের শীর্ষে, আবার রাজার আসন থেকে নামিয়ে কাঙালেও পরিণত হতে পারেন জাতকরা। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। আর সেখানেই এবার অস্ত যাচ্ছেন শনিদেব। এর কয়েকদিন পরেই উদয় হবেন শনিদেবের। যার প্রভাব পড়বে ১২টি রাশির উপর। এই বদলের জেরে অনেক রাশির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
হোলির আগে, অর্থাৎ ১৮ মার্চ শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে উঠতে চলেছে। শনির উদয়ের সঙ্গে সঙ্গে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ দিন শুরু হতে চলেছে। শনির অশুভ প্রভাবের কারেণ তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সবচেয়ে খারাপ দিন। শনিদেবের অশুভ প্রভাবের কারণে তিন রাশির স্বাস্থ্য, কেরিয়ার, ব্যবসা ও সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মিথুন রাশি: এই রাশির উপরে শনির উত্থানের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই সাবধানে পথ চলার চেষ্টা করুন। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। কেরিয়ার ও ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হতে পারেন আপনি। অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও সাবধান হতে হবে। আগে চিন্তাভাবনা করে তারপর কাজে হাত দিন। আয় কম হবে., ব্যয় হবে বেশি। যার কারণে আপনার পরিবারের জন্য নানা কাজে বাধা আসতে পারে।
বৃশ্চিক রাশি: শনির উদয়ের জেরে এই রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। কাজে গাফিলতির কারণে বসের সঙ্গে বিবাদ হতে পারে আপনার। কর্মজীবন বা ব্যবসার জন্য একটি দীর্ঘ ভ্রমণ করতে হতে পারে। সেই যাত্রায় আসতে পারে পর পর ক্লান্তি ও বাধা। পড়ুয়াদেরও সতর্ক থাকতে হবে। মানসিক চাপও থাকতে পারে।
মীন রাশি: শনির উদয়ের কারণে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। রাস্তায় গাড়ি চালানোর সময় সাবধান ও সতর্ক থাকুন। দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না, অন্যথায় আইনি ঝামেলায় পড়তে পারেন। ঘরোয়া বিবাদ বাড়তে পারে আপনার। পাবিরাবিক বিষয় নিয়ে বাড়ির বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন।