
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সব গ্রহই নির্দিষ্ট সময়ের মধ্যে এক রাশি থেকে অন্য রাশিতে গতিবিধি বদল করে। গ্রহের এই ট্রানজিট জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। গ্রহদের রাজা হিসেবে পরিচিত সূর্যদেবও একমাস অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে যাত্রা পরিবর্তন করে থাকেন। তার প্রভাব প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপর দেখা যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সূর্য গোচর। আপাতত নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। তার প্রভাবে সূর্যের পাশাপাশি বৃহস্পতিও রয়েছে তুঙ্গে। ত্রিভুজাকৃতি অবস্থানে অবস্থিত হওয়ায় তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ। প্রায় ১২ বছর পর গঠিত হয়েছে এই বিরল ও শুভ রাজযোগ। প্রায় এক যুগ পর সূর্য ও বৃহস্পতি কাছাকাছি চলে এসেছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, নবপঞ্চম রাজযোগ গঠনের কারণে প্রতিটি রাশির উপরই প্রভাব পড়েছে। নবপঞ্চম যোগ গঠনের কারণে কোন কোন রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের বন্যা বইবে, টাকা-পয়সায় ভরপুর হবে সংসার, তা জেনে নিন এখানে…
মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য এই যোগ গঠন অত্যন্ত সুফল হতে চলেছে। এই রাজযোগের জেরে সব কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন করতে পারবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হবে। ধর্মীয় কাজেও সক্রিয়ভাবে যোগ দিতে পারবেন। কর্মজীবনে সাফল্য পাবেন আপনি। বিদেশ ভ্রমণেও যেতে পারেন।
সিংহ রাশি: এই রাশির জাতকদের জন্য এই যোগের গঠনে প্রেমে সম্পর্ক আরও শক্তিশালী হতে চলেছে। যে কোনও পরীক্ষায় দুর্দান্ত ফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। সমাজে সম্মান ও প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে। সন্তানসুখ পেতে পারেন এই সময়।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময় হবে বেশ অনুকূল। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। সম্পর্কের মধ্যে থাকবে মিষ্টতা। সঙ্গীর কাছ থেকে সব কাজে পূর্ণ সমর্থন পেতে পারেন। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যও সুখবর আসতে পারে। ব্যবসায় আয় ও লাভ বৃদ্ধির মুখ দেখতে পারবেন আপনি।