Surya Gochar 2023: মহালয়ার পর থেকে এই ৫ রাশির ভাগ্য চমকাবে হিরের মতো! চাকরি-ব্যবসায় সর্বোচ্চ উন্নতি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 29, 2023 | 6:18 PM

Durga Puja 2023: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে রাশিতে সূর্য অবস্থান করে, সেই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য পাওয়া যায়। তবে রাশিতে সূর্য দুর্বল থাকে তাহলে রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

Surya Gochar 2023: মহালয়ার পর থেকে এই ৫ রাশির ভাগ্য চমকাবে হিরের মতো! চাকরি-ব্যবসায় সর্বোচ্চ উন্নতি

Follow Us

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যদেব আগামী ১৮ অক্টোবর মধ্যরাত ১টা ২৯ মিনিটে কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করতে চলেছেন। শুধু রাশি বদলই নয়, এই সময় , ২৪ অক্টোবর স্বাতী নক্ষত্র ও ৭ নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে গ্রহরাজ। এছাড়া ১৭ নভেম্বর বৃশ্চিক রাশিতে স্থানান্তরিত হবে এই গ্রহ। বর্তমানে, সূর্য দেবতা কন্যা রাশিতে উপবিষ্ট এবং নবরাত্রির সময়, ১৮ অক্টোবর কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে।

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে রাশিতে সূর্য অবস্থান করে, সেই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য পাওয়া যায়। তবে রাশিতে সূর্য দুর্বল থাকে তাহলে রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মজীবন ও ব্যবসায় বাধা আসতে পারে। সূর্য যে রাশিতে অবস্থান করে, সেই রাশির ভাগ্য অত্যন্ত উজ্জ্বল ও  শক্তিশালী থাকা খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষীদের মতে, সূর্যদেব আগামী ৩০ দিনে তার রাশি পরিবর্তন করেন।

বর্তমানে, সূর্যদেব কন্যা রাশিতে অবস্থান করছে। তবে শারদীয়া নবরাত্রির সময় থেকে ১৮ অক্টোবর। গ্রহের রাজা এ বছর কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। আর তার জেরে রাশিচক্রের বিভিন্ন রাশির উপর বিরুপ প্রভাব যেমন পড়তে চলেছে, তেমনি সৌভাগ্যের দরজাও খুলতে চলেছে। তবে সূর্যের এই গোচরের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কোন কোন ৫ রাশির জীবনে, তা পুজোর আগে জেনে রাখা উচিত।

কোন ৫ রাশির ভাগ্য় বদলে যেতে বসেছে?

রাশি পরিবর্তনের সময়, সূর্যদেব ধনু রাশির আয়ের ঘরে, মকর রাশির কেরিয়ার-বাড়ি, কুম্ভ রাশির ভাগ্যে বাড়ি, কন্যা ও তুলা রাশির অর্থের ঘরে প্রবেশ করবেন। এই রাশির ঘরে সূর্যের উপস্থিতির কারণে, রাশির জাতক-জাতিকারা পেশা ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। কেরিয়ারের ঘরে সূর্যের উপস্থিতির জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়তে চলেছে। আয়ের নতুন উৎস তৈরি হয়। আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে এই সময়। মোট কথা হল, সূর্য গোচরের প্রভাবে কন্যা, তুলা, ধনু, মকর এবং কুম্ভ রাশির সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেতে চলেছে।

Next Article