জ্যোতিষশাস্ত্র অনুসারে ৯টি গ্রহ রয়েছে, আর সেই গ্রহের রয়েছে আলাদা আলাদা বিশেষ গুরুত্ব। আর এই নয়টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিকে অত্যন্ত শুভ গ্রহ বলে ধরা হয়। যে রাশির উপর বিরাজ করে, সেই রাশির জাতক-জাতিকারা ধন-সম্পদ ও সাফল্যে বর্ষিত হয়। উল্লেখ্য, বৃহস্পতিকে ভাগ্য, সম্পদ, বিবাহ এবং ধর্মের প্রতীক। এছাড়া ধনু ও মীন রাশির শাসক গ্রহ হল বৃহস্পতি, আর কর্কট রাশিতে সর্বোচ্চ স্থানে ও মকর রাশিতে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করে। সাধারণত বৃহস্পতি একটি রাশে প্রায় ১২ মাস অবস্থান করে। তাই একটি রাশিচক্রে ফিরে আসতে প্রায় ১২ বছর সময় লাগে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে রয়েছে , তবে পয়লা মে, বৃষ রাশিতে প্রবেশ করবে। প্রায় ১২ বছর পর, বৃহস্পতি আবার বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করার কারণে বেশ কয়েকটি রাশির জাতকের উপর শুভ প্রভাব দেখা যাবে। পঞ্জিকা অনুসারে, দেবগুরু বৃহস্পতি একযুগ বছর পর বৃষ রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করার কারণে কোন কোন রাশি সবচেয়ে বেশি উপকার পাবে, তা জানুন একনজরে…
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময় বেশ অনুকূলেই থাকবে। বৃহস্পতি গ্রহের রাশি বদলের ফলে নিজের সব ইচ্ছে পূরণ হতে পারে। প্রতিটি কাজে সাফল্য পাবেন তো বটেই, আর্থিক লাভের সুযোগও পেতে পারেন আপনি। সন্তানের থেকে সুখবর পেতে পারেন। এই সময় আপনার স্বাস্থ্যও ভাল থাকবে। কর্মক্ষেত্রেও উন্নতি ও সাফল্য মিলতে পারে আপনার।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময় খুব ভাল যাবে। শুক্রের বৃহস্পতির স্থানান্তর হঠাৎ আর্থিক লাভের সুযোগ পেতে পারেন। আর্থিক লাভ হতে পারে, ব্যবসাও বাড়বে, আয়ের নতুন উৎস খুলবে এই সময়। এছাড়া পুজোর কাজেও আগ্রহ বাড়বে আপনার। দাম্পত্য জীবনেও সব বাধা কেটে যেতে পারে আপনার। আটকে যাওয়া কাজ এই সময় শেষ করতে পারবেন আপনি।
কর্কট রাশি
বৃহস্পতি এই রাশির ১১তম ঘরে প্রবেশ করতে চলেছে। এর ফলে এর জন্য লাভের সুযোগ নিয়ে আসছে। ভাগ্যের বরে সব কাজেই সাফল্য পাবেন এই সময়। কাজে আসা বাধা দূর হবে। আত্মবিশ্বাস বাড়তে পারে এই সময়। আয় যেমন বৃদ্ধি হব, তেমনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন।