আসছে বছর কেমন কাটবে? আগামী গোটা বছর আর্থিক অবস্থা কেমন থাকবে, শারীরিক পরিস্থিতি কেমন কাটবে, প্রেমজীবনে অশান্তির ছায়া কতটা কাটবে, ব্যবসায় আয় বৃদ্ধি আদৌও হবে কি না, তা জানার জন্য আগ্রহী সকলেই। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্রহ নক্ষত্ররা রাশি পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, নতুন বছর অর্থাত্ ২০২৪ সালের শুরুতে, সূর্য ও শনির মিলন ঘটতে চলেছে। আর এই দুই গ্রহই একে অপরের শত্রু বলা যেতে পারে। পাশাপাশি নতুন বছরে বন্ধু গ্রহগুলির সঙ্গে মিলিত হতে চলেছে বেশ কিছু গ্রহ। বন্ধুত্ব ও শত্রুতার মধ্যে দিয়ে, নতুন বছরে শুরুতেই ঘটবে বেশ কিছু অঘটন। গোটা পদ্ধতিতে ১২টি রাশির উপরই দেখা যাবে। যার প্রভাব পজিটিভ ও নেগেটিভ প্রভাব দেখা যাবে।
জ্যোতিষশাস্ত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে, শনি এবং সূর্য একত্রিত হতে চলেছে। যখন দুটি শত্রু গ্রহের সংমিশ্রণ ঘটে, তখন এর প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূর্য ও শনি কন্যা রাশিতে প্রবেশ করায় তিন রাশির জাতক-জাতিকারা সমস্যায় পড়তে পারেন বলে জানা গিয়েছে।
কর্কট রাশি: শনি ও সূর্যের সংমিশ্রণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব মারাত্মক হতে চলেছে। বৈবাহিত জীবনে অত্যাধিক মাত্রায় মানসিক চাপ বাড়তে পারে এই সময়। নতুন কোন কাজে যোগ দিতে যাওয়ার আগে বেশ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা অকাণেই অতিরিক্ত খরচ করে ফেলবেন। তাতে অর্থ সঙ্কট যে হবেই, তা বলাই বাহুল্য। পারস্পরিক উত্তেজনা থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়াও কাউকে টাকা ধার দেওয়ার সময় মাথায় রাখুন। অন্।দিকে এই রাশির উপর রয়েছে শনির সাড়ে সাতি দশার প্রভাব।
কন্যা রাশি: শনি ও সূর্যের সহযোগিতা এই রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ক্ষতিকারক হতে চলেছে। রাশির ষষ্ঠ ঘরে এই গ্রহের মিশ্রণের প্রভাব জদারুণ হতে চলেছে। আইন-মামলায় বার বার ব্যর্থতার শিকার হতে পারেন। স্বাস্থ্য আপনার মোটেও ভাল কাটবে না।