Weekly Tarotscope: জুন মাসের শেষ সপ্তাহে আপনার জন্য কী অপেক্ষা করছে? জানুন ট্যারট কার্ডের মাধ্যমে

TV9 Bangla Digital | Edited By: megha

Jun 25, 2023 | 10:16 AM

Weekly Tarot Card Reading: আগামী ২৬ জুন থেকে ২ জুলাই, সোমবার থেকে রবিবার পর্যন্ত মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশির জন্যে কেমন যাবে এই সপ্তাহ, তা নিয়ে এখানে রইল ট্যারটস্কোপ।

Weekly Tarotscope: জুন মাসের শেষ সপ্তাহে আপনার জন্য কী অপেক্ষা করছে? জানুন ট্যারট কার্ডের মাধ্যমে

Follow Us

প্রায় ১২টি রাশির জাতক-জাতিকাদের কাজকর্ম, আর্থিক অবস্থা, প্রেম জীবন ও সম্পর্ক কেমন চলবে, তার একটি পূর্বাভাস দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়। রাশি মিলিয়ে দেখে নিন আপনার সাপ্তাহিক ট্যারটস্কোপ।

মেষ রাশি – শারীরিকভাবে একটু দুর্বল অনুভব করবেন এই সপ্তাহে। প্রেমের দিক থেকে নতুন সুযোগ আসবে। পুরনো প্রেম যেখানে সমস্যা হচ্ছিল, সেই প্রেম পুনরায় আবার নতুনভাবে শুরু হতে পারে। চলতি প্রেমে বেশ উন্নতি থাকছে। আনন্দ, ঘোরাফেরা থাকবে এই সপ্তাহে। আটকে থাকা কোন কাজ কিন্তু এই সপ্তাহে হয়ে যাবে। আর্থিক দিক থেকেও যথেষ্ট ভালো থাকছে।

বৃষ রাশি – বৃষ রাশিকে কোনও বড় সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না। কোনও বড় বিনিয়োগ এই সপ্তাহে করবেন না। নিজের খাওয়া-দাওয়ার দিকে নজর দিন। শরীরের বিশেষ যত্ন নেওয়া উচিত এই সপ্তাহে। চোখে কোনও সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা থাকলে সেই সমস্যা এই সপ্তাহে মিটে যাবে। আর্থিক দিক থেকে কোনও সমস্যা থাকছে না।

মিথুন রাশি – মিথুন রাশির কিন্তু এই সপ্তাহটা বেশ ভাল যেতে চলেছে। কাজে যথেষ্ট উদ্যম থাকবে। নতুন কোনও কাজ শুরু করতে চলেছে। বৈবাহিক সম্পর্কে ভালোবাসা বাড়বে। চলতি প্রেমে একটু সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে কোনও সমস্যা এই সপ্তাহে থাকছে না।

কর্কট রাশি – কর্কট রাশির কিন্তু এই সপ্তাহে মন মেজাজ একটু কোনও কিছুর জন্য খারাপ থাকতে পারে। এই সপ্তাহে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দিতে হবে। অফিশিয়াল কোনও কাজে দেরি হতে পারে অথবা কোনও জরুরি তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভীষণ মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। প্রেমের দিক থেকে একটু জটিলতা থাকবে।

সিংহ রাশি – সিংহ রাশির এই সপ্তাহে অপ্রত্যাশিত কোনও কাজ হবার সম্ভাবনা আছে। নিজের প্যাশনকে ভীষণভাবে অনুসরণ করবেন এই সপ্তাহে। অধিকাংশ ক্ষেত্রেই তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না। নিজের শরীরের দিকে বিশেষ যত্ন নিন। বড় আর্থিক লাভ হতে পারে। প্রেম ভালোবাসার জন্য বেশ ভালো সময়টা। অনেক আনন্দে কাটবে এই সপ্তাহ। কোথাও দূর ভ্রমণেও যেতে পারেন।

কন্যা রাশি – চাকরির ক্ষেত্রে এই সপ্তাহটা একটু সমস্যার মধ্য থেকে যেতে পারে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহটা ভীষণ ভালো। আটকে থাকা টাকা পাবেন। কাজের জন্য দূরে ভ্রমণ হতে পারে। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। প্রেম ভালোবাসার জন্য সময়টা যথেষ্ট অনুকূল। বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে কোনও রকমের মতের অমিল বা কথা কাটাকাটি হতে পারে।

তুলা রাশি – তুলা রাশির জন্য সপ্তাহে একটু কঠিন হলেও হতে পারে। প্রথমেই সপ্তাহের শুরুতে শারীরিক দিক থেকে অনেকটাই যন্ত্রণা বা কষ্ট অনুভব করবেন। মন মানসিকতাও ভালো থাকছে না এই সপ্তাহে। প্রেমে ওঠাপড়া বা প্রেমে নানা জটিলতা এই সপ্তাহে থাকছে। পরিবারের সঙ্গে কোনও রকমের ঝগড়া অশান্তি হতে পারে। কাজকর্ম খুব ধীর গতিতে হবে। আর্থিক দিক থেকে অনেক খরচ বাড়তে পারে। কাজের অনেক চাপ থাকতে পারে।

বৃশ্চিক রাশি – বৃশ্চিক রাশির এই সপ্তাহটা একটু ধীর-স্থির রাখলে ভাল হয়। কোনও কাজ বা কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োর বশে নেওয়া যাবে না। বাবার সঙ্গে কোনও রকমের ঝগড়া অশান্তি মতে রঙিন হতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে এসে জীবনে অশান্তি বাড়াতে পারে। চলতি প্রেমের ক্ষেত্রে সময়টা ভাল কিন্তু মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহটা ভালই যাবে। কাজের অনেক চাপ থাকছে এই সপ্তাহে।

ধনু রাশি – ধনু রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা বেশ ভালো থাকছে। নতুন কাজে অনেক উদ্যম পাবেন, অনেক উৎসাহ পাবেন। আর্থিক দিক থেকেও সব ছড়াটা বেশ ভাল থাকছে। পুরনো টাকাপয়সা পাওয়ার থাকলে পেয়ে যাবেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। প্রেমের ক্ষেত্রেও সপ্তাহটা ভীষণ ভাল। কাজের চাপ থাকলেও আপনি অনেক আনন্দের সঙ্গে কাজ করে উঠতে পারবেন।

মকর রাশি – মকর রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা ভালো থাকছে। কাজের প্রচন্ড চাপ থাকবে। তাই মাঝেমধ্যে একটু বিরক্তি বোধ করবেন। কিন্তু সপ্তাহের শেষে ঘোরাফেরার আমেজও দেখা যাচ্ছে। টাকা-পয়সা ভেবেচিন্তে খরচ করা উচিত হবে। অনেকদিন ধরে কিছু কিনতে চাইছিলেন সেটা এই সপ্তাহে আপনি কিনতে পারবেন। বন্ধু, পরিবার, প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটবে।

কুম্ভ রাশি – কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহে ঘোরাফেরা আনন্দের মধ্যে থাকবেন। কিন্তু অতিরিক্ত বিলাসিতা আপনার শরীর খারাপ করে দিতে পারে। যানবাহন, রাস্তা পারাপার থেকে একটু সাবধান। কোনও পুরনো বন্ধু আপনার জীবনে ফিরে আসতে পারে। পুরনো প্রেমও আপনার জীবনে ফিরতে পারে। চলতি প্রেমে উন্নতি রয়েছে, বিয়ের জন্য আপনাদের কথাবার্তা এগোতে পারে। বৈবাহিক জীবন যথেষ্ট সুখের থাকবে। টাকাপয়সা নিয়ে কোনও চিন্তা থাকছে না।

মীন রাশি – মীন রাশি আপনারা এই সপ্তাহে অনেক অনেক কাজ করবেন। অনেকদিন ধরে যেই প্ল্যান মতো কাজগুলো করতে পারছিলেন না, সেগুলো এই সপ্তাহে করে উঠতে পারবেন। টাকা-পয়সা যথেষ্ট ভালো থাকছে তবে কাউকে টাকা-পয়সা ধার দেবেন না। প্রেম-ভালোবাসার জন্য এই সপ্তাহটা যথেষ্ট ভালো। বৈবাহিক জীবনে একটু সমস্যা থাকলেও থাকতে পারে। মা-বাবার সঙ্গে কোনও সমস্যা চলে সেই সমস্যা মিটে যাবে। কোনও বড় কিছু ক্রয় করার জন্য সপ্তাহটা ভাল নয়।

Next Article