Pakistani Spy: গর্ত থেকে বেরচ্ছে একে একে! পাকিস্তানে মগজধোলাই, গ্রেফতার আরও ১ গুপ্তচর

Pakistani Spy: জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরে পুলিশ জানতে পারে যে কিছু ভারতীয় মোবাইল নম্বর ভারতে গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মীরা ব্যবহার করছে। 

Pakistani Spy: গর্ত থেকে বেরচ্ছে একে একে! পাকিস্তানে মগজধোলাই, গ্রেফতার আরও ১ গুপ্তচর
ধৃত অভিযুক্ত।Image Credit source: X

|

May 30, 2025 | 6:18 AM

নয়া দিল্লি: আরও এক পাকিস্তানি গুপ্তচর পুলিশের জালে। এবার গ্রেফতার কাসিম নামক এক যুবক। অভিযুক্ত ভারতের সিমকার্ড পাকিস্তানে পাচার করত।

দিল্লি পুলিশের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচরবৃত্তি করত কাসিম। রাজস্থানের ভরতপুরের বাসিন্দা অভিযুক্ত। ভারতের সিম কার্ড  পাকিস্তানে পাচার করত। দিল্লি পুলিশের বিশেষ সেল তাঁকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরে পুলিশ জানতে পারে যে কিছু ভারতীয় মোবাইল নম্বর ভারতে গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মীরা ব্যবহার করছে।  এই সিম কার্ডগুলি ভারত থেকে পাকিস্তানে পাঠানো হয়েছিল।  এই নম্বরগুলির মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করে সেনাবাহিনী এবং অন্যান্য সরকারী বিভাগ সম্পর্কিত গোপন তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছিল।

তদন্ত চলাকালীনই কাসিমের নাম উঠে আসে। জানা গিয়েছে, ২০২৪ সালের অগস্ট মাসে প্রথমবার এবং ২০২৫ সালের মার্চ মাসে দ্বিতীয়বার পাকিস্তান গিয়েছিল। সেখানে প্রায় ৯০ দিন ছিল অভিযুক্ত। এই সময়েই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যদের সঙ্গেও দেখা করেছিল। তাদের কাছ থেকেই প্রশিক্ষণ নিয়েছিল।