J&K Encounter: গা ঢাকা দিয়েও পার পেল না, সোপিয়ানে যৌথ বাহিনীর গুলিতে নিকেশ জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 09, 2023 | 6:27 AM

Indian Army: গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী যৌথ অভিযান শুরু করে। সোপিয়ানের কাথোহালানে তল্লাশি অভিযান শুরু করতেই হামলা চালায় জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার অভিযান। শেষ খবর অনুযায়ী, সেনার গুলিতে দ্য় রেসিস্টেন্স ফোর্সের এক জঙ্গি নিহত হয়েছে।

J&K Encounter: গা ঢাকা দিয়েও পার পেল না, সোপিয়ানে যৌথ বাহিনীর গুলিতে নিকেশ জঙ্গি
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: উপত্যকায় ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর (Security Force)। বৃহস্পতিবার ভোরে এনকাউন্টার অভিযানে নিকেশ করা হল এক জঙ্গিকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Shopian) এনকাউন্টার (Encounter) অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্টেন্স ফ্রন্টের (The Resistance Front) এক জঙ্গির মৃত্যু হয়। বাকিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী যৌথ অভিযান শুরু করে। সোপিয়ানের কাথোহালানে তল্লাশি অভিযান শুরু করতেই হামলা চালায় জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার অভিযান। শেষ খবর অনুযায়ী, সেনার গুলিতে দ্য় রেসিস্টেন্স ফোর্সের এক জঙ্গি নিহত হয়েছে।

ওই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তবে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

কাশ্মীর জ়োন পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে, “সোপিয়ান এনকাউন্টার আপডেট: সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান জারি রয়েছে।”

Next Article