নয়া দিল্লি: মাত্র এক মাস সময়। এর মধ্যে সরকারি বাংলো ছাড়তে হবে বিজেপি সাংসদদের। এমনটাই নোটিস ধরানো হল ১০ সাংসদকে। হঠাৎ কী এমন হল যে সরকারি বাংলো ছাড়তে বলা হল সাংসদদের? সূত্রের খবর, সম্প্রতিই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে যে ১০ সাংসদ বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন, তারা চলতি সপ্তাহেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার তাঁদেরই সরকারি বাংলো ছাড়তে বলা হল। এক মাস সময় দেওয়া হয়েছে বাংলো ফাঁকা করার জন্য।
চলতি সপ্তাহের বৃহস্পতিবারই লোকসভার স্পিকার ওম বিড়লা কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ পটেল সহ বিজেপির ৯ সাংসদের ইস্তফা গ্রহণ করেন। লোকসভা থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও ইস্তফা দিয়েছেন মধ্য প্রদেশের সাংসদ রাকেশ সিং, উদয় প্রতাপ সিং, রীতি পাঠক। রাজস্থানের সাংসদ দিয়া কুমারী ও রাজ্যবর্ধন সিং রাঠোরও ইস্তফা দিয়েছেন। ছত্তীসগঢ়ের সাংসদ গোমতী সাই ও অরুণ সাও-ও লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন কিরোরি লাল মীনা।
কেন্দ্রীয় মন্ত্রীরা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কৃষি মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন অর্জুন মুণ্ডাকে। আদিবাসী উন্নয়ন মন্ত্রীর হাতেই এবার কৃষি মন্ত্রকও থাকবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে জলশক্তি মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। কৃষি প্রতিমন্ত্রী শোভা করইণদালজেকে খাদ্য প্রক্রিয়াকরম মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়াকে আদিবাসী মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।