Student Death: খেলার শাস্তি, শিক্ষক কান ধরে উঠবোস করাতেই মৃত্যু চতুর্থ শ্রেণির পড়ুয়ার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 23, 2023 | 7:49 AM

Punishment: চোখে-মুখে জল দিয়েও সংজ্ঞা না ফেরায়, স্কুল থেকে খবর দেওয়া হয় বাড়িতে। ওই পড়ুয়ার মা-বাবা এসে রসুলপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে ওই পড়ুয়াকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।

Student Death: খেলার শাস্তি, শিক্ষক কান ধরে উঠবোস করাতেই মৃত্যু চতুর্থ শ্রেণির পড়ুয়ার
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

ভুবনেশ্বর: ক্লাসের সময় হয়ে গিয়েছিল, তবুও যেন খেলা শেষ হচ্ছিল না। মাঠে খেলতে দেখেই হিড়হিড় করে টেনে এনেছিলেন শিক্ষক। ক্লাসের সময়ে খেলার জন্য শাস্তি হিসাবে কান ধরে উঠবোস করতে বলেছিলেন চতুর্থ শ্রেণির ছাত্রকে। কিন্তু কয়েকটা উঠবোস করার পরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল খুদে পড়ুয়া। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বালককে মৃত বলে ঘোষণা করে। পড়ুয়ার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্কুলের বাইরে এসে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরে।

জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম রুদ্র নারায়ণ সেঠি। জাজপুরের ওরলিতে একটি সরকারি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল ১০ বছরের বালক। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ ওই পড়ুয়া চার সহপাঠীর সঙ্গে স্কুলের মাঠে খেলছিল। ক্লাসের সময় হয়ে যাওয়া সত্ত্বেও খেলাধুলো করায় এক শিক্ষক দেখতে পেয়ে বকাঝকা করেন এবং কান ধরে উঠবোস করতে বলেন। পাঁচ পড়ুয়া একসঙ্গেই কান ধরে উঠবোস করছিল, আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে রুদ্র নারায়ণ সেঠি নামক ওই পড়ুয়া।

চোখে-মুখে জল দিয়েও সংজ্ঞা না ফেরায়, স্কুল থেকে খবর দেওয়া হয় বাড়িতে। ওই পড়ুয়ার মা-বাবা এসে রসুলপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে ওই পড়ুয়াকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।

রসুলপুর ব্লক এডুকেশন অফিসার নীলম্বর মিশ্র জানান, তিনি এখনও অবধি কোনও অভিযোগ পাননি। অভিযোগ দায়ের হলে, তদন্ত শুরু করা হবে এবং অভিযোগ প্রমাণ হলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Next Article