Mann Ki Baat: রাম মন্দিরের উদ্বোধনের দিন দিওয়ালি পালনের ডাক প্রধানমন্ত্রীর

Dec 31, 2023 | 1:21 PM

শরীর চর্চার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালেও ‘স্টে হেলদি স্টে ফিট’-এর মনোভাব বজায় রাখার বার্তা দিয়েছেন মোদী।

Mann Ki Baat: রাম মন্দিরের উদ্বোধনের দিন দিওয়ালি পালনের ডাক প্রধানমন্ত্রীর
নরেন্দ্র মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: এ বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাতের ১০৮ তম এপিসোডে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি মাসের শেষ রবিবারের মতো ডিসেম্বরের শেষ রবিবারেও দেশের বিভিন্ন বিষয় উঠে এসেছে মোদীর মন কি বাতে।

  1. বছরের শেষ দিনে আত্মনির্ভরতার প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথা। নতুন বছরে এই মনোভাব বজায় রাখার বার্তা দিয়েছেন মোদী।
  2. আত্মনির্ভরতার প্রসঙ্গেই ‘ভোকাল ফর লোকাল’-এর কথা শোনা গেল মোদীর বক্তব্যে। দিওয়ালিতে দেশে রেকর্ডের অঙ্কের ব্যবসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
  3. শরীর চর্চার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালেও ‘স্টে হেলদি স্টে ফিট’-এর মনোভাব বজায় রাখার বার্তা দিয়েছেন মোদী।
  4. সিনেমা বলে কৃত্রিম বুদ্ধির প্রয়োগের বিষয়ে আশাবাদী দেখিয়েছে প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে তিনি বলেছেন, “এমন দিন আর বেশি নেই, যখন কোনও এক ভাষায় বক্তৃতা দেওয়া হবে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাঁদের নিজ নিজ ভাষায় সেই বক্তৃতা শুনতে পারবেন। সিনেমা হলেও এই সুবিধা পাওয়া যাবে।”
  5. মাতৃভাষায় শিক্ষার প্রসঙ্গও এ দিন উঠে এসেছে প্রধানমন্ত্রীর মন কি বাতে। মাতৃভাষায় শিক্ষারপ গুরুত্ব তুলে ধরেছেন তিনি। এ প্রসঙ্গে ঝাড়খণ্ডের একটি গ্রামের উদাহরণ দিয়েছেন।
  6. বছরের শেষ মন কি বাতের অনুষ্ঠানে অযোধ্যায় রামমন্দিরের প্রসঙ্গও তুলেছেন প্রধানমন্ত্রী। রাম মন্দির ঘিরে সারা দেশে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা জানিয়েছেন মোদী। বিভিন্ন উপায়ে এই উন্মাদনার বহিঃপ্রকাশের উপায় বাতলেছেন তিনি। এর পাশাপাশি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন দিন সারা দেশে দিওয়ালি পালনের ডাকও আজ ফের দিয়েছেন মোদী।
Next Article