রায়পুর: বিয়েবাড়ি যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন গাড়ি। ৩০ নম্বর জাতীয় সড়কে ট্রাক ও এসইউভি-র সংঘর্ষে মৃত ১১ জন। ছত্তীসগঢ়ের পুরুর পুলিশ স্টেশনের জাগতারা গ্রামের কাছে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে পাঁচজন মহিলা ও দুই শিশু রয়েছে। এই দুর্ঘটনার পরই পলাতক ট্রাক চালক। তার খোঁজ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতরা সকলে ধমতারি জেলার সোরাম-ভাটগাঁও গ্রামের বাসিন্দা। গতকাল কানকের জেলার মারকোটালো গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তার জন্যই মাহেন্দ্র বোলেরো করে রওনা দিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে যাত্রা পথেই ঘটে গেল বড় দুর্ঘটনা। ৩০ নম্বর জাতীয় সড়কে জাগতারা গ্রামের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে ওই এসইউভি-র। ঘটনাস্থলেই মারা যান ১০ জন। এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রায়পুরে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালেই মৃত্যু হয় খুদের।
Chhattisgarh |10 killed and one child seriously injured after a truck and car collided near Jagatra in Balod district. The injured has been referred to Raipur for better treatment. Search for the driver of the truck underway: Jitendra Kumar Yadav, SP Balod pic.twitter.com/imklW8bqlP
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 3, 2023
পুরুর পুলিশ স্টেশনের হাউস অফিসার অরুণ কুমার সাউ বলেন, ট্রাক ও বোলেরোর সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাক চালক গাড়ি ফেলে রেখেই পালিয়েছে। পলাতক চালককে তাকে ধরার জন্য তল্লাশি চলছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।