হরিয়ানায় বেসরকারি স্কুল থেকে ‘উধাও’ সাড়ে ১২ লক্ষ পড়ুয়া

arunava roy |

Jul 03, 2021 | 1:42 PM

এক বেসরকারি স্কুল (Private School) থেকে নাম বাদ গিয়েছে সাড়ে ১২ লক্ষ পড়ুয়ার। রাজ্যে শিক্ষার গ্রাফ নামছে বিষয়টি তারই ইঙ্গিত। চলতি শিক্ষা বছরে ভর্তি হননি বহু পড়ুয়া।

হরিয়ানায় বেসরকারি স্কুল থেকে উধাও সাড়ে ১২ লক্ষ পড়ুয়া
প্রতীকী চিত্র

Follow Us

চণ্ডীগড়: হরিয়ানায় (Haryana) স্কুল থেকে উধাও সাড়ে ১২ লক্ষ পড়ুয়া। বিষয়টি চিন্তায় ফেলেছে রাজ্যের শিক্ষা (Education) দফতরকে। করোনার কারণে নাজেহাল দেশবাসী। গত এক বছরের বেশি সময় ধরে স্কুলে যেতে পারেনি পড়ুয়ারা। অনলাইন ক্লাসে অভ্যস্ত নয় অনেকেই। অনেকের আবার স্মার্টফোন নেই। যাদের বাড়ি গ্রামে তাদের ইন্টারনেট সমস্যা। নানাবিধ কারণে গোটা দেশের বর্তমানে শিক্ষার হাল বেহাল।

এমন সময় হরিয়ানায় উঠে এল ভীতি ধরানো তথ্য। এক বেসরকারি স্কুল থেকে নাম বাদ গিয়েছে সাড়ে ১২ লক্ষ পড়ুয়ার। রাজ্যে শিক্ষার গ্রাফ নামছে বিষয়টি তারই ইঙ্গিত। চলতি শিক্ষা বছরে ভর্তি হননি বহু পড়ুয়া। তাই নতুন শিক্ষাবর্ষের পড়ুয়াদের তালিকায় নেই ওই সাড়ে ১২ লক্ষ পড়ুয়ার নাম। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের শিক্ষামহল।

বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল গুর্জর। লকডাউনের কারণেই কাজ হারিয়েছেন বহু মানুষ। সেই কারণেই এখন স্কুলে ভর্তি হওয়ার সামর্থ্য নেই অনেকের। নাম বাদ যাওয়া পড়ুয়ারা সরকারি স্কুলে বা অন্য কোনও বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

হরিয়ানায় সরকারি স্কুলের সংখ্যা প্রায় সাড়ে ১৮ হাজার। অন্যদিকে বেসরকারি স্কুল রয়েছে প্রায় ৮ হাজার ৯০০টি। সব স্কুল থেকেই কম বেশি বহু পড়ুয়া উধাও বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন ডিরক্টরেট অফ স্কুল এডুকেশন। বহু সংখ্যক পড়ুয়া এই মহামারির সময় স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে চিন্তিত শিক্ষা দফতর।

আরও পড়ুন: মায়ের সঙ্গে ঝগড়ার মাশুল গুনল ৩ সন্তান, আইসক্রিমের নামে ইঁদুর মারার বিষ খাইয়ে দিল বাবা!

Next Article