‘মোদী জি, আমাদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?’ পোস্টার দিতেই গ্রেফতার ১২

পোস্টার পড়ার পর পুলিশ ডিফেসমেন্ট অব পাবলিক প্রপার্টি অ্যাক্টে ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

'মোদী জি, আমাদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?' পোস্টার দিতেই গ্রেফতার ১২
ছবি- সংগৃহীত
Follow Us:
| Updated on: May 15, 2021 | 8:24 PM

নয়া দিল্লি: দেশে ভ্যাকসিন (COVID Vaccine) সঙ্কট। লাগাতার বাড়তি করোনা সংক্রমণে বিধ্বস্ত গোটা ভারত। এই পরিস্থিতিতে টিকা সঙ্কটের জেরে বারবার বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রীয় সরকারকে। এ বার বিদেশে টিকা পাঠানো নিয়ে পোস্টার পড়ল দিল্লিতে। যেখানে লেখা রয়েছে, “মোদী জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?” তারপরই গ্রেফতার অন্তত ১২।

পোস্টার পড়ার পর পুলিশ ডিফেসমেন্ট অব পাবলিক প্রপার্টি অ্যাক্টে ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মূলত চারটি অঞ্চল থেকে গ্রেফতার হয়েছেন ১২ জন। সূত্রের খবর মোট ৮০০টিরও বেশি এহেন পোস্টার পড়েছিল দিল্লিতে। তারপর বৃহস্পতিবারই পুলিশ পূর্ব দিল্লির কল্য়াণপুরী এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছিল।

কোভিশিল্ড ও কোভ্য়াক্সিন অনুমোদিত হওয়ার পর ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে একাধিক দেশে টিকা পাঠিয়েছিল কেন্দ্র। বিরোধীরা তা নিয়েই নিশানা করেছিল কেন্দ্রকে। যদিও এখন বিদেশে টিকা রফতানি বন্ধ রয়েছে। উল্লেখ্য, দিল্লি দেশের করোনা বিধ্বস্ত শহরগুলির মধ্যে একটি। সমগ্র দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষের।

দেশে গত ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এ দিকে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন।

আরও পড়ুন: এগিয়ে আসছে ক্রমশ, ২-৩ ঘণ্টার মধ্যে শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে ‘টাউকটে’