Elvish Yadav: বিগ বস জয়ী এলভিশের বাড়িতে চলল ১২ রাউন্ড গুলি, পলাতক দুষ্কৃতীরা

Elvish Yadav House Firing: পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টা-৬টা নাগাদ ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির সামনে তিনটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী আসে এবং পরপর গুলি চালিয়ে পালিয়ে যায়। বাড়ির প্রথম তলে বুলেটগুলি লেগেছে।

Elvish Yadav: বিগ বস জয়ী এলভিশের বাড়িতে চলল ১২ রাউন্ড গুলি, পলাতক দুষ্কৃতীরা
এলভিশ যাদব।

|

Aug 17, 2025 | 11:59 AM

গুরুগ্রাম: ইউটিউবার তথা বিগ বস বিজয়ী এলভিশ যাদবের বাড়িতে হামলা। পরপর চলল গুলি। রবিবার সকালে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী এলভিশের গুরুগ্রামের বাড়িতে গুলি চালায়। ১০ থেকে ১২ রাউন্ড গুলি চলেছে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টা-৬টা নাগাদ ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির সামনে তিনটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী আসে এবং পরপর গুলি চালিয়ে পালিয়ে যায়। বাড়ির প্রথম তলে বুলেটগুলি লেগেছে।

জানা গিয়েছে, হামলার সময় এলভিশ বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের সদস্য ও কেয়ারটেকার বাড়ির ভিতরে ছিলেন। তবে গুলিতে কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।

গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ফরেন্সিক টিম। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এলভিশের পরিবারের বয়ানও সংগ্রহ করা হচ্ছে।

এলভিশের বাবা জানিয়েছেন, হামলার আগে তারা কোনও হুমকি পাননি। তিনি বলেন, “আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন দুষ্কৃতীরা বাইকে চেপে এসে গুলি চালায়। তিনজনই মাস্ক পরেছিল। দুই জন বাইক থেকে নেমে গুলি চালায়। এলভিশ বর্তমানে কর্মসূত্রে বাইরে রয়েছে।”

প্রসঙ্গত, এলভিশ যাদব জনপ্রিয় ইউটিউবার। ২০২৩ সালে বিগ বস ওটিটি-র বিজয়ী হন তিনি। একাধিক মিউজিক ভিডিয়ো ও সিনেমাতেও কাজ করেছেন এলভিশ। গত বছর নয়ডা পুলিশ একটি রেভ পার্টি থেকে গ্রেফতার করে এলভিশ যাদবকে। সাপের বিষ সরবরাহ করার অভিযোগ ছিল এলভিশের বিরুদ্ধে। পরে জামিনে মুক্তি পায় এলভিশ।