Omicron variant cases: প্রথমে দাঁতে ব্যাথা, তারপরই কিশোরীর নমুনায় ধরা পড়ল ওমিক্রন

Omicron variant cases: বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। সংক্রমণ রুখতে কড়া নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

Omicron variant cases: প্রথমে দাঁতে ব্যাথা, তারপরই কিশোরীর নমুনায় ধরা পড়ল ওমিক্রন
কোভিড পরিস্থিতিতে বিশেষ উদ্যোগ সাংসদের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2021 | 11:54 AM

মুম্বই : গত কয়েকদিন ধরে ক্রমশ ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়েছে ভারতে। দক্ষিণ আফ্রিকা থেকে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের সূত্রপাত হলেও ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে পৌঁছে গিয়েছে সেই আতঙ্ক। একে একে ৩৮ জন আক্রান্ত হয়েছে ভারতে। অনেকেই ইতিমধ্যে করোনামুক্তও হয়েছে। নাইজেরিয়া থেকেই এসে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছিল এক পরিবার। ১২ বছরের এক কিশোরীর দাঁতে ব্যথা শুরু হয়েছিল প্রথমে। সেখান থেকেই ক্রমশ করোনা সংক্রমণের বিষয়টি নজরে আসে। পরে দেখা যায় সে ও তার পরিবার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড়ের বাসিন্দা ওই পরিবার। কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফেরে তারা। ১২ বছরের ওই কিশোরীর আচমকা দাঁতে ব্যাথা শুরু হয়। দাঁতের চিকিৎসা করাতে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। তখনই ওই কিশোরীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত কিশোরীর সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করা হয়। দেখা যায়, ওই পরিবারের আরও পাঁচ জন আক্রান্ত। এরপর কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী জেনোম সিকোয়েন্সিং করা হয়। তাতে দেখা যায় গোটা পরিবার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

জানা গিয়েছে, ওই পরিবারের সদস্যদের প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। তখনই রিপোর্ট পজেটিভ আসে। এরপর জিজামাতা হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয় তাদের। ওই পরিবারের এক ১৮ মাসের শিশুর শরীরেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। তবে তাদের কারোরই উপসর্গ নেই। যতদিন পর্যন্ত না নেগেটিভ রিপোর্ট আছে ততদিন কোয়ারেন্টাইনে রাখা হবে তাদের।

কেবল কেরলই নয়, মহারাষ্ট্র ও কর্নাটকেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশে ওমিক্রন সংক্রমণ শুরু হয়েছিল কর্নাটক থেকেই। রবিবার সে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়, ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি সম্প্রতিই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন। বর্তমানে তিনি একটি সরকারি হাসপাতালে একান্তবাসে রয়েছেন এবং তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে কর্নাটকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে।

মহারাষ্ট্রের নাগপুরেও নতুন করে এক ৪০ বছর বয়সী এক ব্যক্তির দেহে ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। জানা গিয়েছে, সম্প্রতিই ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকার একটি দেশ থেকে ফিরেছিলেন। এই নিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮-এ পৌঁছেছে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। রবিবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে খুব একটা মারাত্মক উপসর্গ দেখা যায়নি।

আরও পড়ুন : Mamata Banerjee in Goa: সংগঠন সাজানোর পাশাপাশি জনসংযোগ! গোয়া সফরে লক্ষ্য মমতার