
রায়পুর: ঘর থেকে একরত্তি শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। আটক করা হল ১৩ বছরের নাবালককে। শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন শিশু।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রায়পুরে। বছর তেরোর এক কিশোরের বিরুদ্ধে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ঘটনাটি ঘটেছে। ওই দিন দুপুরে অভিযুক্ত নাবালক বাড়ি থেকে বেরিয়ে দেখে, পাশের বাড়ির শিশুটি দালানে বসে একা একা খেলছে। তার মা ঘুমাচ্ছে।
একা পেয়েই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এদিকে, ঘুম ভাঙতেই মেয়ের খোঁজ শুরু করেন অভিভাবক। গোটা পাড়া খুঁজেও হদিস পাননি, শেষে রাস্তার ধারে তাঁকে খুঁজে পান। অঝোরে কাঁদছিল শিশুটি, তাঁর জামা-কাপড়ে রক্ত মাখা ছিল। শিশুটিকে জিজ্ঞাসা করায় অভিযুক্ত কিশোরের নাম বলে। সঙ্গে সঙ্গেই শিশুটির অভিভাবকরা মিলে পুলিশে গিয়ে অভিযোগ জানায়।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ৬৪ ধারা (ধর্ষণ) ও ৬৫(২) ধারায় (১২ বছরের কম বয়সীকে ধর্ষণ) মামলা দায়ের করা হয়েছে। পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে।