Corona Updates: পুজোর মধ্যেও স্বস্তি! দেশে আরও একটু কমল সংক্রমণ, কমল মৃত্যুও

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Oct 30, 2021 | 10:37 AM

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ ১৪,৩১৩। মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪,৫৭,৭৪০। তবে, এখনও ভাবাচ্ছে কেরল

Corona Updates: পুজোর মধ্যেও স্বস্তি! দেশে আরও একটু কমল সংক্রমণ, কমল মৃত্যুও
কমল দৈনিক সংক্রমণ। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: আরও একদিন স্বস্তির খবর। গতকালের তুলনায় করোনা সংক্রমণ আরও একটু কম দেখা গেল। কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ ১৪,৩১৩। মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪,৫৭,৭৪০। এ দিন মোট করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৭৬ হাজার ৮৫০ জনের। তবে, এখনও ভাবাচ্ছে কেরল। দেশের মোট করোনা সংক্রমণের ৯০ শতাংশ রিপোর্ট কেরল থেকে।

এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ রয়েছে কেরলে। এ দিনও ৭,৭২২ জনের নতুন সংক্রমণের খবর মিলেছে। মৃত্যু হয়েছে ৪৭১ জনের। যেখানে দেশে মোট মৃত্যু ৫৪৯। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ১৩৩৮ এবং মৃত্যু ৩৬। মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গনা এবং অন্ধ্র প্রদেশ সংক্রমণের নিরিখে এগিয়ে। মিজোরামেও উল্লেখযোগ্য ভাবে করোনার বৃদ্ধি দেখা গিয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯২। মৃত্যুর খবর নেই।

পিছিয়ে নেই উৎসবমুখর বাংলাও। প্রতিদিনই সংক্রমণের যা রিপোর্ট মিলছে, হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৮২ জন। মৃত্যু ৮। যদিও বৃহস্পতিবারের রিপোর্টের তুলনায় সামান্য কম সংক্রমণ। বৃহস্পতিবার সংক্রমণ ছিল ৯৯০ জন। মৃত্যু হয় ৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬০ জন। সুস্থতার হার ৯৮.২৯। সামান্য নেমেছে পজিটিভিটি রেটও। উল্লেখ্য,  উত্তর প্রদেশে সংক্রমণ প্রায় শূন্যে নেমে এসেছিল সেখানেও করোনার সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে বলে খবর।

বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন দেওয়ার হার যতই বৃদ্ধি পাচ্ছে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে করোনা সংক্রমণকে। কয়েকদিন আগেই ১০০ কোটি ডোজ় সম্পূর্ণ করে মাইলফলক তৈরি করেছে ভারত। গত ২৪ ঘণ্টায় মোট টিকাকরণ হয়েছে ৫৬ লক্ষ ৯১ হাজার। মোট টিকাকরণ হয়েছে ১০৫ কোটি ৪৩ লক্ষের বেশি। শনিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ৫৭ হাজার।

আরও পড়ুন- COVID Update: বাংলায় একদিনে সামান্য কমল সংক্রমণ, কলকাতাতেও কিছুটা কম

সবিস্তারে আসছে…

Next Article