15 August, Indian Flag: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করার সময় কী করবেন আর কী করবেন না জানেন?

Independence Day: ভারতের জাতীয় পতাকা উত্তোলনের বেশ কিছু নিয়ম রয়েছে। পতাকা ও দেশমাতৃকাকে যথার্থ সম্মান জানাতে সেই সব নিয়মাবলী মেনে জাতীয় পতাকা উত্তলন করতে হয়।

15 August, Indian Flag: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করার সময় কী করবেন আর কী করবেন না জানেন?
Image Credit source: Unsplash

Aug 15, 2025 | 12:00 AM

জাতীয় পতাকা যে কোনও দেশের পরিচয়। আর ভারতীয় মাত্রেই ১৫ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ও ২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসের দিন পতাকা উত্তলন করে। কিন্তু ভারতের জাতীয় পতাকা উত্তোলনের বেশ কিছু নিয়ম রয়েছে। পতাকা ও দেশমাতৃকাকে যথার্থ সম্মান জানাতে সেই সব নিয়মাবলী মেনে জাতীয় পতাকা উত্তলন করতে হয়।

ভারতের জাতীয় পতাকা কেমন হবে, তা নিয়ে একটি ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া রয়েছে। সেই নিয়ম মেনে তৈরি পতাকাই সর্বদা উত্তলন করা উচিত। যে পতাকা উত্তলন করা হবে, তা যেন কোনও ভাবে ছেঁড়া না ক্ষতিগ্রস্ত না হয়। একেবারে পরিষ্কার পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে ভারতের ফ্ল্যাগ কোডে।

জাতীয় পতাকা উত্তোলনের জন্য একটা শক্তপোক্ত খুঁটির প্রয়োজন হয় সব সময়। যেখানে পতাকা উত্তোলন করতে হয়। পতাকা উত্তোলনের সময় ধীরে ধীরে পতাকাকে উপরের দিকে তুলতে হবে ও নামানোর সময়ও ধীরে ধীরে নীচের দিকে নামাতে হবে। সেখানে তাড়াহুড়ো একেবারে বরদাস্ত করা হবে না।

ভারতের জাতীয় পতাকায় উপরের দিকে থাকে গেরুয়া রঙ ও নীচের দিকে থাকে সবুজ রঙ। পতাকা তোলার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পতাকা যেন কখনওই মাটিতে না ঠেকে, সেটাও খেয়াল রাখতে হবে। ভারতের জাতীয় পতাকাকে সব সময় সবার উপরে রাখতে হবে। অন্য কিছুই পতাকার উপরে বা তার সমান্তরালে থাকবে না। বা অন্য কোনও পতাকা যখন জাতীয় পতাকার সঙ্গে উড়বে, জাতীয় পতাকাকে সব সময় সেই সব পতাকার উপরে রাখতে হবে।