Parliament on Op Sindoor: ১৬ ঘণ্টা ধরে হবে আলোচনা, আগামিকাল সংসদে ‘বিশেষ মুহূর্ত’

Parliament Discussion on Op Sindoor: আগামিকাল এই আলোচনা হবে। রাজ্যসভায় হবে মঙ্গলবার। পাশাপাশি জানা গিয়েছে, আগামিকালের আলোচনায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Parliament on Op Sindoor: ১৬ ঘণ্টা ধরে হবে আলোচনা, আগামিকাল সংসদে বিশেষ মুহূর্ত
Image Credit source: PTI

|

Jul 27, 2025 | 8:51 PM

নয়াদিল্লি: আগামিকাল সংসদে হতে চলেছে ১৬ ঘণ্টার আলোচনা পর্ব। কিন্তু কী নিয়ে এতক্ষণ আলোচনা হবে? বিরোধী শিবিরের বরাবরের দাবি। আর সেই বিষয়ে সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী।

এর আগেই বিরোধীদের দাবি মেনে বাদল অধিবেশনে পহেলগাঁও সন্ত্রাস হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে রাজি হয়েছিল শাসক শিবির। সম্প্রতি সংসদে বিজনেস অ্যাভাইসরি কমিটির বৈঠকে কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য ১৬ ঘণ্টা ধার্য করা হয়েছে। সোমবার অর্থাৎ আগামিকাল এই আলোচনা হবে। রাজ্যসভায় হবে মঙ্গলবার। পাশাপাশি জানা গিয়েছে, আগামিকালের আলোচনায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাস হামলা। তারপরেই সংসদে সমস্ত দলের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও পরবর্তী সময়কাল বিশেষ করে অপারেশন সিঁদুর ও বিশ্বজুড়ে সেই প্রত্য়াঘাতের ‘সঠিক’ বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপারে বিজেপি সরকারের পাশে থেকেছে গোটা বিরোধী শিবির। তবে প্রশ্নও তোলা হয়েছে। প্রতি মুহূর্তে দাবি জানানো হয়েছে, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্রশ্ন তুলেছিলেন, ট্রাম্পের ভূমিকা নিয়েও। সাময়িক অস্বস্তি থেকে বিরত থাকতে দাবিগুলি কেন্দ্র খানিক এড়িয়ে গেলেও, এই দাবি নিয়ে আলোচনার সিলমোহর পড়ে বাদল অধিবেশনে। সেই সূত্র ধরেই গতকাল শুরু হবে লোকসভায় বিশেষ অধিবেশন।