নিখোঁজ নামকরা ব্যবসায়ীর মেয়ে, খুঁজতে ভোপাল পর্যন্ত ছুটল পুলিশ, শেষে খোঁজ মিলল এমন জায়গা থেকে…
Missing Girl: একজন নামকরা সিমেন্ট ব্যবসায়ীর মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় ওই কিশোরী বাড়ি না ফেরায় পুলিশে অভিযোগ জানান। প্রভাব-প্রতিপত্তি থাকায় উর্ধ্বতন কর্তাদেরও খবর দেওয়া হয়। এরপরই বিশাল তল্লাশি অভিযানে নামে পুলিশ। ভোপাল অবধি খোঁজাখুঁজি করা হয়।
ইন্দোর: স্কুল থেকে ফিরে টিউশনে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। ১৬ বছরের মেয়ে কোথায় গেল, এই চিন্তায় পাগল পরিবারের সদস্যরা। ছুটলেন পুলিশের কাছে। দায়ের করা হল অপহরণের অভিযোগ। তন্নতন্ন করে খোঁজা হল সব জায়গা। শেষে মোবাইল ট্রাক করেই মিলল কিশোরীর খোঁজ। তবে এমন জায়গা থেকে, যা কল্পনাও করতে পারেননি কেউ।
ঘটনাটি ঘটেছে মধ্য় প্রদেশের ইন্দোরে। সেখানের একজন নামকরা সিমেন্ট ব্যবসায়ীর মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় ওই কিশোরী বাড়ি না ফেরায় পুলিশে অভিযোগ জানান। প্রভাব-প্রতিপত্তি থাকায় উর্ধ্বতন কর্তাদেরও খবর দেওয়া হয়। এরপরই বিশাল তল্লাশি অভিযানে নামে পুলিশ। ভোপাল অবধি খোঁজাখুঁজি করা হয়।
ওই কিশোরীর মোবাইলও ট্রাক করা হয়। কিশোরীর ফোন অফ থাকায়, প্রথমে তাঁকে খুঁজে বের করতে বেগ পেলেও, পরে লোকেশন ট্রাক করে দেখা যায়, ওই ব্যবসায়ীর বাড়িতেই তাঁর লোকেশন পাওয়া যায়। ব্যবসায়ীকে ফোন করে বিষয়টি জানানো হলেও, তিনি বিশ্বাস করতে চাননি। বরং পুলিশকেই ভৎসর্না করেন।
এদিকে, মেবাইলের লোকেশন বাড়িতেই দেখানোয়, পুলিশের ঊর্ধ্বতন কর্তারা সিমেন্ট ব্যবসায়ীর বাড়িতে হাজির হন। সেখানে তল্লাশি চালালে দেখা যায়, কিশোরী তাঁর ঘরেই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠিয়ে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, সে জানায়, টিউশন থেকেই তাঁর খুব মাথা ব্যথা করছিল। সেই কারণে বাড়ি ফিরে আর কারোর সঙ্গে দেখা বা কথা বলেনি। সোজা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। মোবাইলটিও অফ করে রেখেছিল। এদিকে, বাড়ির সদস্যরা তাঁকে ঢুকতে না দেখেই পুলিশে খবর দেয়।