Minor Tortured: প্রেমিকের বন্ধু পরিচয় দিয়ে কিশোরীকে ‘গণধর্ষণ’ ৫ যুবকের

পুলিশে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিল ওই কিশোরী। তখন তাকে রেখে গরম জামা আনতে বাড়ি গিয়েছিল তার প্রেমিক। এর পর পাঁচ জন অভিযুক্ত আসে। তারা নিজেকে প্রেমিকের বন্ধু বলে পরিচয়। এবং কিশোরীকে জানায় তাদের সঙ্গে নদীর ধারে যেতে বলেছে প্রেমিক। সেই কথায় বিশ্বাস করে নদীর ধারে গিয়েছিল ওই কিশোরী।

Minor Tortured: প্রেমিকের বন্ধু পরিচয় দিয়ে কিশোরীকে ‘গণধর্ষণ’ ৫ যুবকের
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 17, 2023 | 8:55 PM

জামশেদপুর: ১৬ বছরের এই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছে এক নাবালকও। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খাওসোয়ান জেলায়। অভিযুক্ত পাঁচ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে চার জনকে রাখা হয়েছে জেল হেফাজতে এবং এক জনকে রাখা হয়েছে রিমান্ড হোমে। অভিযুক্ত চার জনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এবং নাবালকের বয়স ১৬ বছর।

পুলিশে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিল ওই কিশোরী। তখন তাকে রেখে গরম জামা আনতে বাড়ি গিয়েছিল তার প্রেমিক। এর পর পাঁচ জন অভিযুক্ত আসে। তারা নিজেকে প্রেমিকের বন্ধু বলে পরিচয়। এবং কিশোরীকে জানায় তাদের সঙ্গে নদীর ধারে যেতে বলেছে প্রেমিক। সেই কথায় বিশ্বাস করে নদীর ধারে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই তাকে পাঁচ জন পালা করে গণধর্ষণ করে বলে অভিযোগ। এর পর পালিয়ে যায় অভিযুক্তরা। তার পর সেখানে হাজির হয় ওই কিশোরীর প্রেমিক।

এই ঘটনার কথা প্রেমিককে জানিয়েছিলেন কিশোরী। কিন্তু সে নির্যাতিতা থানায় নিয়ে যাননি বলে অভিযোগ। বদলে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসে। বাড়িতে ফিরে ঘটনার কথা বাবা-মাকে জানায় ওই কিশোরী। এর পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে সে। ঘটনা নিয়ে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করিয়ে বয়ান নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।