
ভুবনেশ্বর: আহত, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে হাজির ১৭ বছরের কিশোরী। সঙ্গে কেউ নেই। কিশোরীর অবস্থা এতটাই খারাপ ছিল যে ঠিকভাবে নাম-পরিচয়ও দেওয়া তো দূর, কথাই বলতে পারছিল না। মধ্য রাতেই হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। চিকিৎসকদের অনুমান, কিশোরী হয়তো ধর্ষণের শিকার হয়েছে। এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে ওড়িশায়। শুক্রবার রাতে কিশোরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছয় চিকিৎসার জন্য। তাঁর সারা শরীরে আঘাতের নানা চিহ্ন, রক্তে ভাজছিল দেহ।
হাসপাতাল সূত্রে খবর, কিশোরীর অবস্থা দেখে দ্রুত তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে কিশোরী। তাঁর অবস্থা ও শরীরে ক্ষত দেখেই চিকিৎসকদের সন্দেহ হয় যে কিশোরী হয়তো যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রোটোকল অনুযায়ী সঙ্গে সঙ্গেই হাসপাতালের আউটপোস্ট থেকে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলেও, তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর ও খারাপ যে সঠিকভাবে উত্তরও দিতে পারছে না। সূত্র মারফত জানা গিয়েছে, ওই কিশোরীর ফরেন্সিক মেডিক্যাল পরীক্ষা করা হবে। পুলিশ ইতিমধ্যেই হাসপাতালের আশেপাশে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সূত্র খুঁজতে।
পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ক্যাপিটাল পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। হাসপাতাল থেকেই এক গুরুতর আহত কিশোরীর ভর্তির খবর আসে। রিপোর্ট অনুযায়ী কিশোরী সম্ভবত কোনও সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন এবং তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিশোরী ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁর পরিবারেপ সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।