
নয়া দিল্লি: ত্রিপুরার মেয়ের দেহ মিলল দিল্লির যমুনায়! ১৯ বছরের এক যুবতীর দেহ যমুনা নদী থেকে উদ্ধার হল রবিবার। বিগত ৬ দিন ধরে নিখোঁজ ছিল যুবতী। গতকাল দেহ উদ্ধারের পর তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরা দেহ শনাক্ত করেছেন।
ত্রিপুরার বাসিন্দা ছিলেন স্নেহা দেবনাথ (১৯)। দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন। ৬ দিন আগে তাঁর পরিবার পুলিশে অভিযোগ জানায় যে স্নেহা নিখোঁজ। ওই দিন অর্থাৎ ৭ জুলাই স্নেহা ক্যাবে করে উত্তর দিল্লির সিগনেচার ব্রিজে গিয়েছিলেন। যেখানে থাকতেন, সেখানে একটি হাতে লেখা চিরকুট রেখে এসেছিলেন, যাতে আত্মহত্যার কথাই উল্লেখ করা ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কোনও কারণেই বিগত কয়েক মাস ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল স্নেহা। ৭ জুলাই নিখোঁজ হওয়ার আগে কয়েকজন বন্ধুকে ইমেইল করেছিলেন। পরিবারের অভিযোগ পাওয়ার পরই বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ ও তাঁর মোবাইল ট্রেস করা হচ্ছিল। দিল্লির সিগনেচার ব্রিজেই তাঁর শেষ লোকেশন পাওয়া গিয়েছিল।
গতকাল অর্থাৎ রবিবার গীতা কলোনির কাছে একটি ফ্লাইওভারের নীচে যমুনা নদীতে তাঁর দেহ উদ্ধার হয়। সিগনেচার ব্রিজ, যেখানে স্নেহার শেষ লোকেশন পাওয়া গিয়েছিল, সেখান থেকে ১০ কিলোমিটার দূরে দেহ উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, স্নেহা নিজেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীও পুলিশকে জানিয়েছেন যে ব্রিজের ধারে এক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। কিছুক্ষণ পর সে উধাও হয়ে যায়। বর্তমানে স্নেহার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।