গঙ্গার খাল থেকে উদ্ধার দু’টি গাড়ি-সহ দুই মৃতদেহ

arunava roy |

Jun 23, 2021 | 5:29 PM

ঠিক কীভাবে ঘটনা দু'টি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। একই দিনে এমন দু'টি ঘটনায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

গঙ্গার খাল থেকে উদ্ধার দুটি গাড়ি-সহ দুই মৃতদেহ
গঙ্গার খাল থেকে উদ্ধার করা হচ্ছে গাড়ি

Follow Us

মুজাফফরনগর: গঙ্গায় করোনা রোগীর মৃতদেহ ভাসানোর ঘটনায় কিছুদিন আগই খবরের শিরোনামে উঠে এসেছিল যোগীরাজ্য। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গঙ্গার খাল (Ganga Canal) থেকে উদ্ধার হল দু’টি পচাগলা মৃতদেহ। দু’টি পৃথক ঘটনার মাঝের দূরত্ব ৫৫ কিলোমিটার। সম্প্রতি গঙ্গার পলি সরানোর কাজে নামেন কয়েক জন কর্মী। কাজ করার সময় দূরে ভাসমান একটি গাড়ি লক্ষ্য করেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রতনপুরী অঞ্চল থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়। গাড়িতে মেলে একটি পচাগলা লাশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গাড়ি থেকে উদ্ধার করা হয় কিছু কাগজপত্র। সেইসব কাগজ দেখে পুলিশ জানতে পারে মৃতর নাম দিলশাদ আনসারি। বয়স ২৭ বছর। ৬ মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি।

একই দিনে ৫৫ কিলোমিটার দূরের শিখেরা এলাকা থেকে আরও একটি ভাসমান গাড়ি উদ্ধার করা হয়। সেই গাড়িতেও একটি পচাগলা লাশ মেলে। তদন্ত করে পুলিশ জানতে পারে মৃতদেহটি হরেন্দ্র দত্ত নামের একজনের। তিনি প্রায় চার মাস ধরে নিখোঁজ ছিলেন। ঠিক কীভাবে ঘটনা দু’টি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। একই দিনে এমন দু’টি ঘটনায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন: বেশি সন্তান থাকলে পাওয়া যাবে ১ লক্ষ টাকা! আজব ঘোষণা মন্ত্রীর

Next Article