ভীষণ দুর্গন্ধ থেকেই লোকজন গিয়েছিল! গাড়ির ভিতরে উঁকি মারতেই ছোট্ট দুই শিশুকে দেখা গেল, কিন্তু…

Children Death: ইন্দ্রপুরী এলাকায় একটি দাঁড় করিয়ে রাখা গাড়ির ভিতর থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়। দুই শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ভীষণ দুর্গন্ধ থেকেই লোকজন গিয়েছিল! গাড়ির ভিতরে উঁকি মারতেই ছোট্ট দুই শিশুকে দেখা গেল, কিন্তু...
পুলিশ তদন্ত চলছে।Image Credit source: PTI

|

Aug 16, 2025 | 3:27 PM

পটনা: হঠাৎ দুর্গন্ধ ছড়িয়েছিল। এলাকাবাসী টিকতে পারছিল না সেই গন্ধে, কিন্তু কোথা থেকে সেই গন্ধ আসছিল, তা কিছুতেই জানা যাচ্ছিল না। সেই সময়ই নজর পড়েছিল পার্ক করা একটি গাড়ির উপরে। গাড়িটির সামনে যেতেই কার্যত হাত-পা ঠান্ডা হয়ে গেল এলাকাবাসীর। উকি মারতেই দেখলেন, ভিতরে দুই শিশু বসা। কেউ নড়ছে না। তারা গাড়ির ভিতরেই মরে পড়েছিল।

শুক্রবার বিকেলে বিহারের পটনায় একটি গাড়ির ভিতর থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়। একজন ছেলে, একজন মেয়ে। দুই শিশুর বয়স ৯ ও ৫।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটনার ইন্দ্রপুরী এলাকায় একটি দাঁড় করিয়ে রাখা গাড়ির ভিতর থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়। দুই শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। গাড়ির ভিতর থেকে যে দুই শিশুকে উদ্ধার করা হয়। এক শিশু তখনও জীবিত ছিল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। গাড়িটির মালিক কে, তা জানার চেষ্টা চলছে। শিশুগুলিই বা কীভাবে গাড়ির ভিতরে পৌঁছল, তা জানার চেষ্টা চলছে।