মুম্বই: আবার রেলে বিপত্তি। এবার দুর্ঘটনার মুখে মালগাড়ি (Goods Train)। রবিবার রাতে মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত (Train Derailed) হয়ে গেল একটি মালগাড়ির দুটি কামরা। গুরুত্বপূর্ণ লাইনেই দুর্ঘটনা ঘটায়, ২০টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন (Route Diversion) করতে বাধ্য হয় রেল। বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে।
সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইন ও মিডল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে।
There is derailment of a goods train between Kasara to TGR-3 DOWN line section at 18.31 hrs, on Down Main line in Mumbai div.
Goods train- JNPT/DLIB Container train. 2 wagons derailed.Mail express traffic in Kasara to Igatpuri section DOWN section is affected. And middle line…
— Central Railway (@Central_Railway) December 10, 2023
সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, মুম্বই-নন্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, পঞ্জাব মেইল এক্সপ্রেস,নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেল, বারাণসী এক্সপ্রেস, পাটলিপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস সহ ২০টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যবহত হয় দুর্ঘটনার কারণে। এই ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো হচ্ছে।
রুট পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে, হাওড়া এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস, মনমেদ পঞ্চবটী এক্সপ্রেস ও আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস।
রেলের তরফে জানানো হয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ মিডল লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ডাউন লাইন থেকে এখনও মালগাড়ির লাইনচ্যুত কামরাদুটি সরানো যায়নি।