তিরুবনন্তপুরম: তুমুল বৃষ্টি, দু’হাত দূরে কী রয়েছে, তাও দেখা যাচ্ছে না। কিন্তু পেশাগত কারণেই ভারী বৃষ্টির মধ্যেও বেরতে হয়েছিল। রাস্তা ঠিকভাবে দেখতে না পাওয়ায়, গুগল ম্যাপের উপরই ভরসা করেছিলেন। সেই ভরসাই হল কাল। গুগল ম্যাপ অনুসরণ করে যেতে গিয়েই নদীতে পড়ে গেল গাড়ি। জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল দুই চিকিৎসকের। আহত হয়েছেন আরও পাঁচজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে।
পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার মধ্য রাতে এই দুর্ঘটনাটি ঘটে। অদ্ভৈত ও আজমল নামক ওই দুই চিকিৎসক কোচির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতালে কোনও একটি দরকার পড়ায়, ওই দুইজন চিকিৎসক ভারী বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বের হন। তাঁদের সঙ্গে আরও তিনজন ছিলেন।
রাতে ঘুটঘুটে অন্ধকার হওয়ায় এবং ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাটে জল জমে থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। অদ্ভৈত নামক ওই চিকিৎসক গাড়ি চালাচ্ছিলেন। তিনি জিপিএস অন করেন গন্তব্যে পৌছনোর জন্য। কিন্তু কোনও কারণে ম্যাপের দিক নির্দেশ ভুল অনুসরণ করে গাড়ি সোজা গিয়ে পড়ে পেরিয়ার নদীতে। সঙ্গে সঙ্গে ডুবে যায় গাড়িটি। পিছনের সিটে বসে থাকা তিনজন বেরিয়ে আসতে পারলেও, চালক ও তাঁর পাশের আসনে বসে থাকা দুই চিকিৎসকের জলে ডুবে মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম ছিল। সেই কারণে তাঁরা গুগল ম্যাপ অনুসরণ করে যাচ্ছিলেন। কিন্তু মনে করা হচ্ছে যে ম্যাপে বামদিকে মোড় নিতে বললেও, চালক ভুল করে সামনে এগিয়ে যান এবং গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায়।