পহেলগাঁওয়ে নিহত লেফটেন্যান্টের স্ত্রীকেও ছাড়ল না এরা…পর্ন সাইটে ভাইরাল নোংরা ভিডিয়ো! কে করল এই কাজ?

Pahalgam Terror Attack Victim: ইউটিউবে ভিডিয়োটি আপলোড করা হলে বিষয়টি সামনে আসে। হিমাংশীর পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়।

পহেলগাঁওয়ে নিহত লেফটেন্যান্টের স্ত্রীকেও ছাড়ল না এরা...পর্ন সাইটে ভাইরাল নোংরা ভিডিয়ো! কে করল এই কাজ?
হিমাংশী নারওয়ালের ফেক ভিডিয়ো ভাইরাল।Image Credit source: Instagram

|

Jun 09, 2025 | 6:38 AM

পটনা: শহিদের স্ত্রীকেও ছাড়ল না এরা। পহেলগাঁও জঙ্গি হানায় নিহত লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রীর অশ্লীল ভিডিয়ো ইউটিউবে ভাইরাল করে দিল দুই যুবক। বিষয়টি সামনে আসতেই অ্যাকশনে নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

হরিয়ানা পুলিশ এসে বিহারের গোপালগঞ্জ থেকে দুই যুবককে গ্রেফতার করে শনিবার। ধৃতদের নাম মহিবুল হক এবং গুলাম জিলানি। ধৃতরা দুজনেই গোপালগঞ্জের মাঞ্জা থানা এলাকার ধোবওয়ালিয়া গ্রামের বাসিন্দা। এই দুই যুবকই পহেলগাঁওয়ে নিহত নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশীর ছবি ও অশ্লীল ভিডিয়ো বানিয়ে ভাইরাল করেছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হিমাংশী নারওয়ালের কিছু অশ্লীল ভিডিয়ো তৈরি করে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ইউটিউবে ভিডিয়োটি আপলোড করা হলে বিষয়টি সামনে আসে। হিমাংশীর পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং বিহারের ওই দুই যুবকের কীর্তি সামনে আসে।

ধৃত দুই যুবক।

প্রসঙ্গত, হরিয়ানার কর্নলের বাসিন্দা নৌসেনা অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল বিয়ের পর মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করে।