
ভোপাল: কড়া নিয়ম, হেলমেট পরে পেট্রোল পাম্প থেকে তেল ভরাতে হবে। দেশের সমস্ত পেট্রোল পাম্পেই এই নিয়ম রয়েছে। কোথাও মানা হয়, কোথাও আবার অমান্য করেই তেল দেওয়া চলছে। হেলমেট না পরে আসায়, তেল দিতে অস্বীকার করায় এমন ভয়ঙ্কর পরিণতি হতে পারে, তা কেউ কল্পনাও করতে পারবেন না।
হেলমেট না পরে আসায়, বাইক চালককে তেল দিতে অস্বীকার করেছিলেন পেট্রোল পাম্পের কর্মী। তার জন্য তাঁকে গুলি খেতে হল। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের বিন্দে। পেট্রোল পাম্পের কর্মীকে গুলি করলেন দুই বাইক আরোহী।
তেজ নারায়ণ নারওয়ারিয়া (৫৫) বিন্দ-গোয়ালিয়র ন্যাশনাল হাইওয়ে উপরে পেট্রোল পাম্পে কাজ করেন। দুই ব্যক্তি বাইকে চেপে আসেন তেল নিতে। কিন্তু তাদের মাথায় হেলমেট ছিল না। সেই কারণে ওই পেট্রোল পাম্পের কর্মী তেল দিতে অস্বীকার করেন। এই নিয়ে তর্কাতর্কি বেধে যায়। ওই কর্মী বারবার অনুরোধ করেন যে তাঁর হাত বাঁধা, জেলা প্রশাসনের নিয়ম মেনেই তিনি এই কাজ করছেন।
এরপরই বাইক চালক হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে পেট্রোল পাম্পের কর্মীকে গুলি করেন। একটি গুলি তেজ নারায়ণের হাতে লাগে। বাইকের পিছনে বসা আরেকজনও রাইফেল থেকে পরপর গুলি চালায়। ভয়ে-আতঙ্কে কর্মীরা লুকিয়ে পড়েন।
অভিযুক্তরা পেট্রোল পাম্প থেকে চলে যাওয়ার পর আহত কর্মীকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের ধরার চেষ্টা করা হচ্ছে।