নয়া দিল্লি: ‘আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি… আমি শুধু চুল কাটাতে এসেছি। দয়া করুন আমাকে।’ হাত জোড় করে বন্দুকধারীর সামনে প্রাণভিক্ষা করে যাচ্ছিলেন। কিন্তু কিছুতেই কিছু হল না। মন এতটুকুও গলল না বন্দুকধারীর। দুম… একটা গুলি। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন ওই ব্যক্তি। এতেও শান্ত হল না ওই আততায়ী। এরপর আবার গুলি। তারপর আবার। পরপর তিনটি। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। স্যালনে চুল কাটাতে এসে বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম দিল্লির নজফগড় এলাকার এক স্যালনে।
Two men shot dead inside a salon in Delhi’s Najafgarh..!!🤬
Visuals from CCTV footage inside the salon shows armed men Sonu and Ashish, in their early 30’s, shooting at a customer.#Najafgarh #Delhi #DelhiNews #DelhiCrime #Shooting #ArvindKejriwalpic.twitter.com/FLmtTGc0n3
— Sandeep Kumar Yadav (@Sandy92_SKY) February 9, 2024
দিল্লির বুকে আততায়ীদের এই কীর্তি দেখে শিউরে উঠেছেন সকলে। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দু’জন আততায়ী হাতে বন্দুক নিয়ে ঢুকল স্যালনে। একজন কালো গেঙ্গি। অন্যজন একটি হলুদ জ্যাকেট পরে। দু’জনেরই হাতে বন্দুক। স্যালনে ঢুকেই কারও খোঁজ চালাচ্ছিল তারা। বন্দুকধারীদের ঢুকতে দেখেই যে যেদিকে পারল ছুটে পালাল। এক মহিলা ছুটে গিয়ে ঢুকলেন ভিতরের একটি কেবিনে। ঢুকেই দরজা বন্ধ। আর বন্দুকবাজ এক যুবক দরজা ধাক্কা দিয়ে যাচ্ছিল অবিরাম। আর এদিকে স্যালনে চুল কাটাতে আসা এক ব্যক্তি তখন ধরা পড়ে যায় অপর বন্দুকধারীর হাতে। তারপরই এই মর্মান্তিক পরিণতি।
এছাড়া আরও একজনকে গুলি করে খুন করে আততায়ীরা। এরপর সেখান থেকে নিমেষের মধ্যে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত দু’জনের নাম সোনু ও আশিস। দুজনেরই বয়স ৩০-এর আশপাশে। সোনু ও আশিস, দুজনকেই একাধিকবার গুলি করেছে আততায়ীরা। পুলিশের সন্দেহ, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা ঘটতে পারে। এছাড়া গ্যাং-ওয়ার এর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারির জন্য ইতিমধ্যেই পুলিশের তরফে তিনটি পৃথক দল গঠন করে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।