Physical Assault: গাড়ির মধ্যেই ২ নার্সারি পড়ুয়াকে ‘ধর্ষণ’ চালকের, রণক্ষেত্রে পরিণত গ্রাম

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 30, 2023 | 8:23 AM

Crime News: অনেকক্ষণ পরে বাড়ি পৌঁছয় ওই দুই শিশু। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় আচড়ানো-কামড়ানোর চিহ্ন মিলতেই পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করে। তখনই গোটা বিষয়টি সামনে আসে। জানা যায়, শেষে দুই শিশুকন্য়াকে নামানোর আগে তাঁদের ধর্ষণ করে ওই গাড়িচালক।

Physical Assault: গাড়ির মধ্যেই ২ নার্সারি পড়ুয়াকে ধর্ষণ চালকের, রণক্ষেত্রে পরিণত গ্রাম
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

পটনা: স্কুল শেষ হয়ে গিয়েছে ঘণ্টাখানেক আগে, এদিকে বাড়ি ফেরেনি খুদে।  স্কুলে ফোন করে জানতে পারলেন, অনেকক্ষণ আগেই স্কুল ভ্য়ানে চেপে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল নার্সারির ছাত্রী। তাহলে গেল কোথায় সে? চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে যখন অস্থির সকলে, তখনই মিলল খুদে পড়ুয়াকে। তবে রক্তাক্ত অবস্থায়। অভিযোগ, ওই নার্সারি স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে স্কুলের ভ্য়ান চালক। পরে জানা যায়, শুধু একজন নয়, দুই পড়ুয়াকে একসঙ্গে ধর্ষণ করে ওই ভ্যান চালক। অভিযুক্ত ভ্য়ান চালককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। অভিযোগ, মঙ্গলবার দুই নার্সারি পড়ুয়াকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পথে ধর্ষণ করে ভ্যান চালক।  জানা গিয়েছে, গাড়িতে প্রায় ৮-১০ জন পড়ুয়াকে নিয়ে নির্দিষ্ট সময়ে রওনা দিয়েছিল ওই চালক। সকলকে নামানোর শেষে ওই দুই খুদে পড়ুয়ার নামার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন।

অনেকক্ষণ পরে বাড়ি পৌঁছয় ওই দুই শিশু। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় আচড়ানো-কামড়ানোর চিহ্ন মিলতেই পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করে। তখনই গোটা বিষয়টি সামনে আসে। জানা যায়, শেষে দুই শিশুকন্য়াকে নামানোর আগে তাঁদের ধর্ষণ করে ওই গাড়িচালক।

বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্যরা গ্রামবাসীদের নিয়ে চড়াও হয় এবং ওই ভ্যান চালককে ধরে মারধর করে। আগুন লাগিয়ে দেওয়া হয় স্কুল ভ্যানে। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত বিগত তিন বছর ধরে স্কুলের ভ্যান চালাত। অভিভাবকরাও স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান।

অন্যদিকে, নির্যাতিত দুই শিশুকন্যার চিকিৎসা চলছে বেগুসরাইয়ের হাসপাতালে।

Next Article