শাহরুখ-সলমনদের ভিড়েই গাড়ি থেকে নেমেই গটগটিয়ে ঢুকছিল ২ ‘সেলেব’, গেটেই তাদের সঙ্গে যা হল.. তাজ্জব অম্বানীর অতিথিরাও

Anant Ambani-Radhika Merchant wedding: ওই দুই য়ুবক শুধুমাত্র অম্বানীদের বিয়ের অনুষ্ঠান দেখবে বলেই অন্ধ্র প্রদেশ থেকে মুম্বই আসে। রবিবার তারা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করে। তবে তাদের আচরণ দেখে সন্দেহ হতেই নিরাপত্তারক্ষীরা আটকায়।

শাহরুখ-সলমনদের ভিড়েই গাড়ি থেকে নেমেই গটগটিয়ে ঢুকছিল ২ সেলেব, গেটেই তাদের সঙ্গে যা হল.. তাজ্জব অম্বানীর অতিথিরাও
অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্ট। পাশে বিয়েতে অতিথি শাহরুখ-সলমন।Image Credit source: Instagram

|

Jul 15, 2024 | 6:54 AM

মুম্বই: দেশের সবথেকে বড় বিয়েবাড়ি। হাজার হাজার নয়, লাখে লাখে অতিথি আসছেন। কেউ সেলিব্রেটি, কেউ রাজনৈতিক নেতা, আবার কেউ শিল্পপতি। মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়েতে সত্য়ি সত্যিই বসেছিল চাঁদের হাট। আর এই তারকাদের ভিড়ের মাঝেই অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা। তবে হাতেনাতেই ধরে ফেলে নিরাপত্তারক্ষী ও পুলিশরা। বিনা আমন্ত্রণে অম্বানীর বিয়ের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করায় গ্রেফতার করা হল দুইজনকে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভেঙ্কটেশ নারাসাইয়া (২৬) ও মহম্মদ সাফি শেখ (২৮) নামক দুই যুবককে গ্রেফতার করা হয়েছে অনন্ত-রাধিকার বিয়েতে বিনা অনুমতিতে ঢোকার চেষ্টার অভিযোগে। ভেঙ্কটেশ নামক ওই যুবক নিজেকে ইউটিউবার হিসাবে পরিচয় দিয়েছে। অপর যুবক নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেছে।

জানা গিয়েছে, ওই দুই য়ুবক শুধুমাত্র অম্বানীদের বিয়ের অনুষ্ঠান দেখবে বলেই অন্ধ্র প্রদেশ থেকে মুম্বই আসে। রবিবার তারা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করে। তবে তাদের আচরণ দেখে সন্দেহ হতেই নিরাপত্তারক্ষীরা আটকায় এবং পুলিশের হাতো তুলে দেয়। অভিযুক্তদের বিকেসি পুলিশ স্টেশনে আনা হয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে। পরে আইনি নোটিস দিয়ে ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হয়।