চেন্নাই: শীতের শুরুতেও কমছে না বৃষ্টির দাপট। এবার ভারী বৃষ্টিতে ভাসছে চেন্নাই। মঙ্গলবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক জায়গায়। বিস্তীর্ণ এলাকাজুড়ে জমা জলের সমস্যা দেখা গিয়েছে। বৃষ্টিতে এখনও অবধি দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। দেওয়াল ভেঙে পড়ায় এক মহিলার মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। এদিকে, ভারী বৃষ্টির জেরে তামিলনাড়ু সরকারের তরফে চেন্নাই, তিরুভাল্লুর সহ একাধিক জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গালপাট্টু সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ সারাদিনও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালেও সেই বৃষ্টির প্রভাব না কমায়, তামিলনাড়ু সরকারের তরফে চেন্নাই, তিরুভাল্লুর ও রানিপেট জেলার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।
Pathetic condition of Chennai just after single day rain. Searching for naysayers who kept ranting about Bengaluru rains few months back. #chennairains
— G Pradeep (@pradeep_gee) November 1, 2022
ভারী বৃষ্টির জেরে চেন্নাইয়ের দুটি সাবওয়ে বন্ধ হয়ে গিয়েছে। একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তীব্র যানজট দেখা দিয়েছে একাধিক এলাকায়। রাজ্যবাসীর তরফে একাধিক অভিযোগ আসতে শুরু হতেই শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
As NE monsoon season gains momentum in city, MTC offers better rain experience to passengers. See how a MTC bus from Tambaram to Boadway operates today morning. #Chennai #chennairains pic.twitter.com/qs8hNzdPqT
— T Sudheesh (@sudheeshdc) November 1, 2022