Terrorist Infiltration: ২ জঙ্গিকে খতম করে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা

এ বছরের বিভিন্ন সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে জঙ্গিরা। পাক মদতপুষ্ট জঙ্গিরা বার বার উপত্যকার পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু পুলিশ ও সেনার তৎপরতায় বার বার সে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি একাধিক বার অভিযান চালিয়ে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদেরও নিকেশ করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।

Terrorist Infiltration: ২ জঙ্গিকে খতম করে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা
প্রতীকী ছবি।Image Credit source: Twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 15, 2023 | 10:02 PM

উরি: ফের জঙ্গিদমন অভিযানে সাফল্য পেল ভারতীয় সেনা। বুধবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। কিন্তু সেখানে সজাগ দৃষ্টি ছিল নিরাপত্তা বাহিনীর। জঙ্গিদের উপস্থিতি বুঝতে পেরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উপস্থিত জওয়ানরা। জঙ্গিদের সঙ্গে তাঁদের গুলির লড়াই হয়। সেই লড়াইয়েই মৃত্যু হয়েছে ২ জঙ্গির। যদিও তাঁদের পরিচয়ের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এই ঘটনার পর থেকেই উরি সেক্টরের ওই নিয়ন্ত্রণ রেখা বরাবর বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেখানে অনুপ্রবেশের চেষ্টা করা আরও অনেক জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। সেই খোঁজেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এ বছরের বিভিন্ন সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে জঙ্গিরা। পাক মদতপুষ্ট জঙ্গিরা বার বার উপত্যকার পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু পুলিশ ও সেনার তৎপরতায় বার বার সে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি একাধিক বার অভিযান চালিয়ে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদেরও নিকেশ করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।

২৬ অক্টোবর কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। কিন্তু পাঁচ জঙ্গিকে নিকেশ করে সেই চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। ২২ অক্টোবর বাবামুল্লা জেলার উরি সেক্টরে একই ভাবে অনুপ্রবেশ ব্যর্থ করে সেনা।