লখনউ: সাধারণভাবে নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। সমাজকে সুরক্ষিত রাখতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সমাজে হওয়া সকল অন্যায় রুখে দেওয়ার দায়িত্ব পুলিশের। কিন্তু এবার সেই পুলিশকর্মীদেরই অন্য ভূমিকায় দেখা গিয়েছে এবং সেই কারণে তাঁদের ওপর শাস্তির খাঁড়া নেমে এসেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন ‘অনুপযুক্তভাবে’ নাচ করার অপরাধে উত্তর প্রদেশের দুই পুলিশকর্মীকে বদলি করে দেওয়া হয়েছে।
जब दारोगा जी बने सपेरा, नागिन कांस्टेबल को अपनी बीन पर नचाया।? pic.twitter.com/eVHCx3hJgo
— Jaiky Yadav (@JaikyYadav16) August 16, 2022
উত্তর প্রদেশের পুলিশে সাব-ইনস্পেক্টর ও এক কনস্টেবলকে ‘নাগিন’ ডান্স করতে দেখা গিয়েছে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, উত্তর প্রদেশেক কোতওয়ালি জেলায় স্বাধীনতা দিবসের দিন ওই দুই পুলিশকর্মী ‘নাগিন ডান্স’ করছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই দুই পুলিশকর্মী ব্যান্ডের তালে তালে নাচ করছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, উত্তর প্রদেশের পুলিশের ওই সাব ইনস্পেক্টর ভেঁপু নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং ওই পুলিশ কনস্টেবল ভেঁপুর তালে তালে ‘নাগিন ডান্স’ করছেন। সেই সময়ে সেখানে দাঁড়িয়ে অন্য বেশ কিছু পুলিশকর্মীকে তাদের উৎসাহ দিতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিমেষে ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন। নেটিজেনদের কারও মতে ‘কর্তব্যরত অবস্থায় পুলিশের থেকে এই আচরণ অনভিপ্রেত’, কেউ আবার মনে করছেন, ‘যে পরিমাণ চাপের মধ্যে তাদের কাজ করতে হয়, তাতে এই একটু উপভোগ করে তার ভুল কিছু করেননি।’