
লখনউ: বিশ্বাসঘাতকতা করেছে স্বামীরা। তাই স্ত্রীরা নিজেরাই নিজেদের বিয়ে করলেন! মন্দিরে গিয়ে সাত পাকে ঘুরে, মালা পরিয়ে বিয়ে করেছেন তারা। বলেছেন, আমরা সারা জীবন একসঙ্গে থাকব।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বদাউনে। কোতয়ালি থানা এলাকার বাসিন্দা ওই দুই যুবতী। তিন মাস আগে এক আইনজীবীর চেম্বারে তাদের আলাপ হয়। কথাবার্তা থেকে বন্ধুত্ব তৈরি হয়।
তারা দুইজনেই বিবাহিতা ছিলেন। কথাবার্তা বলতে বলতেই দুজনেই জানান, তাদের স্বামীরা তাদের ঠকিয়েছে। অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এই নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
স্বামীদের এই প্রতারণায় হাল ছেড়ে তারা নিজেদের স্বামীদের ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরে তারা সিদ্ধান্ত নেন যে একে অপরের ভরসা হয়ে উঠবেন। একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। আইনজীবীর পরামর্শ নিয়েই তারা হিন্দু রীতি মেনে, মন্দিরে মালা বদল ও সাতপাক ঘুরে বিয়ে করেছেন। দুই যুবতী জানিয়েছেন, তাদের পরিবার যদি সমর্থন করে, তবে ভাল। নাহলে তারা দিল্লিতে একসঙ্গে থাকবেন।