Noida Crime: পচা গন্ধ নাকে আসতেই হয়েছিল সন্দেহ, প্রতিবেশীর বাড়িতে ব্য়াগের মধ্যে পেলেন নিখোঁজ মেয়ের দেহ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 10, 2023 | 7:29 PM

Noida Crime: গত সপ্তাহে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল ২ বছরের শিশু কন্যা। দু'দিন পরে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় একরত্তির মৃতদেহ।

Noida Crime: পচা গন্ধ নাকে আসতেই হয়েছিল সন্দেহ, প্রতিবেশীর বাড়িতে ব্য়াগের মধ্যে পেলেন নিখোঁজ মেয়ের দেহ
প্রতীকী ছবি

Follow Us

নয়ডা:গত সপ্তাহে নিখোঁজ হয়েছিল ২ বছরের শিশু। অনেক তল্লাশি চালিয়েও কোনও হদিশ মেলেনি। পচা পচা গন্ধই শেষ পর্যন্ত সমাধান করল শিশু অন্তর্ধান রহস্যের। গন্ধ শুকেই প্রতিবেশীর বাড়ি গিয়ে হাজির হলেন নিখোঁজ শিশুর বাবা। সেখানে নিজের মেয়ের অবস্থা দেখে চোখ কপালে ওঠার মতো। ব্যাগের মধ্যে মৃত মেয়ের নিথর দেহ। প্রতিবেশীর বাড়ির দরজায় ঝুলছে সেই ব্যাগ। গ্রেটার নয়ডার (Greater Noida) ঘটনা।

দু’বছরের নিখোঁজ শিশু, তার বাবা-মা এবং তার সাত মাসের ছোট্ট ভাইয়ের সঙ্গে দেভলা গ্রামে একটি বাড়ি ভাড়া করে থাকত। তার বাবা-মা দিনমজুরের কাজ করে সংসার চালান। বাড়ির কাছেই একটি কারখানায় কাজ করেন তাঁরা। গত শুক্রবার কাজে বেরিয়েছিলেন শিশু কন্যার বাবা শিব কুমার। আর সেই সময় বাড়িতে ছিলেনও না মাও। বাজারে গিয়েছিলেন তিনি। তাঁরা বাড়ি ফিরে দেখেন মেয়ে নেই। চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় এক প্রতিবেশী রাঘবেন্দ্র মেয়েকে খুঁজতে তাঁদের সাহায্য করার ভান করেন। তবে অনেক খোঁজাখুঁজির পরও মেয়েকে না পেয়ে শেষে নিখোঁজ ডায়েরি করেন থানায়।

এর দু’দিন পরই বাড়ির আশপাশ থেকে পচা গন্ধ পান শিবকুমার। তিনি লক্ষ্য করেন পাশের রাঘবেন্দ্রের বাড়ির দিক থেকেই সেই পচা গন্ধ ভেসে আসছে। তারপর পুলিশকে জানান তিনি। বাইরে থেকে বন্ধ ছিল শিব কুমারের সেই প্রতিবেশীর বাড়ি। পুলিশের সাহায্যে তাঁরা সেই বাড়িতে প্রবেশ করেন। দেখেন দরজা থেকে ঝুলছে একটি ব্যাগ। সেই ব্যাগেই রয়েছে তাঁদের ছোট্ট মেয়ের দেহ। একরত্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের সন্দেহ করা হচ্ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্টে এই বিষয়ে কোনও উল্লেখ নেই বলে জানিয়েছেন নয়ডা পুলিশ অফিসার রাজীব দিক্ষিত। ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদেহ থেকে পচা গন্ধ বের হওয়া শুরু করতেই রাঘবেন্দ্র বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। তাকে আটক করতে পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে।

Next Article