Narendra Modi: বিরোধী বৈঠকের আগে টার্মিনেটর রূপে মোদী!

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য লড়াই ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে। পদ্ম শিবির থেকে বিরোধী শিবির। সবাই নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

Narendra Modi: বিরোধী বৈঠকের আগে টার্মিনেটর রূপে মোদী!
নরেন্দ্র মোদীImage Credit source: Twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Aug 31, 2023 | 12:03 AM

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের নেতারা মুম্বইয়ে বৈঠকের জন্য যখন প্রস্তুতিতে ব্যস্ত, তখনই বিজেপি ২০২৪ সালে মোদীর ক্ষমতা ফেরার ঘোষণা করল। বুধবার বিজেপির টুইটার হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর মুখ। সামনে একটি পদ্মফুল। ছবির উপর লেখা হয়েছে, ‘২০২৪! আই উইল বি ব্যাক’। অর্থাৎ ২০২৪ সালে ক্ষমতা ফেরার ঘোষণা করছেন মোদী। কিন্তু এই পোস্টার তৈরি করা হয়েছে হলিউড সিনেমা টার্মিনেটরের ঢঙে। এই ছবি ছড়িয়েছে নেটিজেন থেকে মোদীভক্তদের মধ্যে।

এই ছবি পোস্ট করে বিজেপির তরফে লেখা হয়েছে, “বিরোধীরা ভাবছে প্রধানমন্ত্রীকে হারানো যেতে পারে। স্বপ্ন দেখুন! টার্মিনেটর সর্বদা জেতে।” মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে এই টুইট যে বিরোধীদের উদ্দেশ্যে পদ্মশিবিরের খোঁচা তা আর বলার অপেক্ষা রাখে না।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য লড়াই ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে। পদ্ম শিবির থেকে বিরোধী শিবির। সবাই নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। সকলেই নিজেদের ঘুটি সাজাচ্ছেন। কিন্তু মোদীকে ক্ষমতা থেকে সরানো যে এত সহজ নয়, তারই জানান দিল বিজেপি।