Crime News: সন্তানের বাবা কে? নাম না বলায় জঙ্গলে নিয়ে গিয়ে যুবতীর গায়ে আগুন ধরিয়ে দিল মা ও ভাই

Murder Case: বছর একুশের ওই যুবতী অবিবাহিত। কিন্তু সম্প্রতিই ওই যুবতীর পরিবার জানতে পারে যে সে গর্ভবতী। এরপরই অত্যাচার শুরু হয়। কার সঙ্গে ওই যুবতী শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, তা জানতে মারধর করা হয়। কিন্তু কিছুতেই মুখ খোলেনি ওই যুবতী।

Crime News: সন্তানের বাবা কে? নাম না বলায় জঙ্গলে নিয়ে গিয়ে যুবতীর গায়ে আগুন ধরিয়ে দিল মা ও ভাই
প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 29, 2023 | 11:12 AM

লখনউ: বিয়ে হয়নি, এদিকে মেয়ে গর্ভবতী (Pregnant) হয়ে পড়েছে। মারধর করলেও মুখ খুলছে না, কিছুতেই বলছে না সন্তানের বাবা কে। রাগের বশে বছর একুশের মেয়ের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন মা ও ভাই। নানা অজুহাত দিয়ে মেয়েকে নিয়ে গিয়েছিলেন জঙ্গলে। সেখানে গিয়েই গর্ভবতী যুবতীর গায়ে ধরিয়ে দিলেন আগুন (Woman Set on Fire)। অগ্নিদ্বগ্ধ হয়ে যুবতীর দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাপুর জেলায়। পুলিশের তরফে জানানো হয়েছে, যুবতী গর্ভবতী হয়ে পড়ায়, পরিবারের লোকজনেরা তাঁকে জঙ্গলে  নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। জঙ্গলের ধারেই জমিতে কর্মরত কয়েকজন কৃষক ওই যুবতীর চিৎকার শুনতে পান। তাঁরা এসে ওই যুবতীকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয়।

জানা গিয়েছে, বছর একুশের ওই যুবতী অবিবাহিত। কিন্তু সম্প্রতিই ওই যুবতীর পরিবার জানতে পারে যে সে গর্ভবতী। এরপরই অত্যাচার শুরু হয়। কার সঙ্গে ওই যুবতী শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, তা জানতে মারধর করা হয়। কিন্তু কিছুতেই মুখ খোলেনি ওই যুবতী। এরপরই যুবতীর মা ও ভাই তাঁকে নানা অছিলায় জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে যুবতীর গায়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। ওই অবস্থাতেই যুবতীকে জঙ্গলে ফেলে আসেন। পরে পাশের জমিতে কাজ করা কৃষকরা যুবতীর চিৎকার শুনতে পেয়ে তাঁকে উদ্ধার করেন এবং মিরাটের একটি সরকারি হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকেরা জানিয়েছেন, যুবতীর দেহের ৭০ শতাংশই পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে যুবতীর মা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।