Accidental Death: একাই রুখে দাঁড়িয়েছিলেন ছিনতাইবাজদের বিরুদ্ধে, ধস্তাধস্তিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্য়ু যুবতীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 09, 2023 | 1:38 PM

Tamil Nadu: কামরার দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন যুবতী, হঠাৎই অভিযুক্ত দুই যুবক তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্ল্যাটফর্মে নামার চেষ্টা করে। কিন্তু ওই যুবতী শক্ত করে ফোন আঁকড়ে রাখলে, তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

Accidental Death: একাই রুখে দাঁড়িয়েছিলেন ছিনতাইবাজদের বিরুদ্ধে, ধস্তাধস্তিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্য়ু যুবতীর
মৃত যুবতী।
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: ট্রেনের কামরার ভিতরে গরম লাগছিল, সেই কারণে দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন যুবতী। ট্রেন সবে স্টেশনে ঢুকতেই হঠাৎ হ্যাঁচকা টান, দুই যুবক চেষ্টা করল যুবতীর হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার। কিন্তু যুবতীও নাছোড়বান্দা। সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন ফোন ছিনতাই রোখার। তবে শেষ রক্ষা হল না। দুই ছিনতাইবাজের সঙ্গে টানা-হ্যাঁচড়াতে ট্রেন থেকে ছিটকে প্ল্যাটফর্মে পড়ে যান যুবতী। গুরুতর চোট লাগে মাথায়। শনিবার মৃত্যু হল ওই যুবতীর। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার, ২ জুলাই ঘটনাটি ঘটে। এস প্রীতি নামক ২২ বছরের ওই যুবতী লোকাল ট্রেনে করে যাচ্ছিলেন। কামরার দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন যুবতী, হঠাৎই অভিযুক্ত দুই যুবক তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্ল্যাটফর্মে নামার চেষ্টা করে। কিন্তু ওই যুবতী শক্ত করে ফোন আঁকড়ে রাখলে, তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। টানা-হ্যাচড়াতেই যুবতী চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে পড়ে যান। যুবতীর মাথায় গুরুতর আঘাত লাগে। রেল পুলিশের তরফে আহত যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল। শনিবার ওই কিশোরীর মৃত্যু হয়।

অন্যদিকে, পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য নিয়ে ওই যুবতীর ফোনের লোকেশন ট্রাক করে এবং রাজু নামক এক মাছ বিক্রেতার কাছ থেকে ফোনটি উদ্ধার করে। জেরায় ওই মাছ বিক্রেতা জানান, তিনি দুই যুবকের কাছ থেকে ২ হাজার টাকার বিনিময়ে ফোন কিনে নিয়েছিলেন। এরপরে তার বয়ানের সূত্র ধরেই অভিযুক্ত দুই যুবক মণিমরণ ও ভিগনেশকে গ্রেফতার করা হয়।

Next Article