১১ জন মহিলা, ১২ জন পুরুষ! নিয়ন আলোয় স্পা সেন্টারের ভিতরে যা চলছিল, দরজা ঠেলে ঢুকতেই চোখ কপালে উঠল পুলিশের

Crime: পুলিশ যখন স্পায়ে অভিযান চালায়, তখন বাইরের অংশে সাধারণ পার্লারের কাজই চলছিল। ভিতরে ঘরে হানা দিতেই সকলকে অর্ধনগ্ন অবস্থায়, আপত্তিকর মুহূর্তে পাওয়া যায়।

১১ জন মহিলা, ১২ জন পুরুষ! নিয়ন আলোয় স্পা সেন্টারের ভিতরে যা চলছিল, দরজা ঠেলে ঢুকতেই চোখ কপালে উঠল পুলিশের
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Jun 23, 2025 | 10:02 AM

জয়পুর: নামেই স্পা, তার আড়ালে চলছিল রঙিন ব্যবসা। পুলিশ গিয়ে হাতেনাতে ধরল ২৩জনকে। স্পায়ের ভিতরে তখন যা দৃশ্য চলছিল, তাতে লজ্জায় চোখ নীচু হয়ে যায় পুলিশেরও।

ভগত কি কোঠি থানা এলাকায় একটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে স্পায়ের আড়ালে চলছিল দেহ ব্যবসা। এরপরই পুলিশ ১১ জন মহিলা ও ১২ জন পুরুষকে গ্রেফতার করে। রাজস্থানের যোধপুর পুলিশ কমিশনারেট বিরাট অভিযানে নামে রবিবার।

জানা গিয়েছে, পুলিশ যখন স্পায়ে অভিযান চালায়, তখন বাইরের অংশে সাধারণ পার্লারের কাজই চলছিল। ভিতরে ঘরে হানা দিতেই সকলকে অর্ধনগ্ন অবস্থায়, আপত্তিকর মুহূর্তে পাওয়া যায়। এরপরই পুলিশ তাদের হাতেনাতে ধরে। জিজ্ঞাসাবাদ করলে কেউই সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পুলিশকে দেখে অনেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয়নি।

পুলিশ জানিয়েছে, বাসনি শপিং সেন্টারের কাছে অবস্থিত এই স্পা সেন্টার নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল। রবিবার পুলিশ অ্যাকশনে নামে। ২৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ কমিশনার রাজেন্দ্র সিং জানিয়েছেন, স্পা সেন্টারগুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।