মুম্বই: স্বামীর মদতে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল স্বামীর বন্ধুদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুরতে যাওয়ার নাম করে স্ত্রীকে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিলেন স্বামী। নির্জন জায়গায় নিয়ে গিয়ে তিনি প্রথমে স্ত্রীকে পোশাক খুলতে বাধ্য করেন বলে অভিযোগ। এর পর স্বামীর দুই বন্ধু ধর্ষণ করেন ওই গৃহবধূকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পূর্ব ঘাটকোপারে। ঘটনার দিন কয়েক পর অভিযোগ দায়ের করেন ২৩ বছরের নির্যাতিতা যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশে দায়ের করা অভিযোগে ওই নির্যাতিতা যুবতী জানিয়েছেন, ঘুরতে যাওয়ার নাম করে তাঁর স্বামী তাঁকে নিয়ে গিয়েছিল নির্জন স্থানে। সেখানে তাঁর পোশাক খুলে ছবি তোলা শুরু করে স্বামী। এতে আপত্তি জানিয়েছিলেন তিনি। কিন্তু স্বামী সে কথা শোনেননি বলে অভিযোগ। এর পর ওই যুবতীকে একটি স্কুলের পিছনে নিয়ে যান স্বামী। সেখানে আগে থেকেই ছিলেন স্বামীর দুই বন্ধু। তাঁরা সেখানে মদ্যপান করছিলেন। তাঁদের সামনেই স্বামী তাঁকে উলঙ্গ করে দেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। এর পর স্বামী তাঁর হাত চেপে ধরেছিলেন এবং তাঁর বন্ধুরা তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই যুবতী।
বাড়ি ফিরে ঘটনার কথা নিজের আত্মীয়দের জানিয়েছিলেন নির্যাতিতা। এর পর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনা নিয়ে পন্তনগর থানার এক পুলিশ অফিসার বলেছেন, “আমরা তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছি। মহিলার স্বামী ব্যান্ড পার্টিতে বাজনা বাজান। তিনি স্কুলের গণ্ডি পার করেননি। তাঁর এখন কাজ নেই। তাই তিনি স্ত্রীকে তাঁর দুই বন্ধুর সঙ্গে যৌনতা করতে বাধ্য করেন। ওই যুগলের বিয়ে হয়েছে পাঁচ বছর।”