
চণ্ডীগঢ়: ঘরেই লুকিয়ে রয়েছে শত্রু। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে গ্রেফতার হল এক যুবক। জানা গিয়েছে, দেশের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তান সেনা ও আইএসআই-র কাছে পৌঁছে দিচ্ছিল ওই যুবক। ভারত-পাকিস্তান সংঘাত আবহেও একাধিক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে অভিযুক্ত।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হরিয়ানার মস্তগড় চিকা গ্রামের বাসিন্দা দেবেন্দ্র সিং-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বছর পঁচিশের ওই যুবক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পড়ুয়া। তাঁর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র যোগাযোগ ছিল। ভারত-পাকিস্তানের সংঘাত, উত্তেজনা নিয়ে তথ্য আইএসআই-কে দিত ওই যুবক। এমনকী, অপারেশন সিঁদুর নিয়েও পাক সেনা ও আইএসআই-কে গোপন তথ্য জানিয়েছে অভিযুক্ত যুবক।
স্থানীয় পুলিশের সূত্রেই খবর পেয়ে গোয়েন্দারা ওই যুবককে খুঁজে বের করে এবং জেরার পর গ্রেফতার করে। তাঁর কাছ থেকে যে মোবাইল, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, সেগুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ধৃত যুবক পঞ্জাবের একটি কলেজের পড়ুয়া। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা করছে। গত বছর নভেম্বর মাসে সে কর্তারপুর করিডর দিয়ে একবেলার জন্য পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে যায়। সূত্রের খবর, সেখানেই তাঁর সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের পরিচয় হয় এবং তারপর থেকেই সে ভারতের গোপন তথ্য ফাঁস করছিল।
এর দিন কয়েক আগেই হরিয়ানার পানিপথ থেকে ২৪ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকও গোপন তথ্য পাকিস্তানে ফাঁস করছিল।