নয়া দিল্লি: বৃহস্পতিবার এসএসসি-র ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুনানির মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবারই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজকের দিনটি ধার্য করেন। সকাল সাড়ে ১০টা থেকে ১১ মধ্যে শুনানি শুরু কথা রয়েছে। পুরো প্যানেল বাতিল নাকি যোগ্য অযোগ্য পৃথকীকরণ হবে? এই নিয়েই শুনানি আজ
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য ওই রায়কে চ্যালেঞ্জ করে। যায় উচ্চ-আদালতে। মধ্যশিক্ষা পর্ষদ-এসএসসিও এই মামলার পার্টি। মামলার পার্টি আন্দোলনকারী চাকরিপ্রার্থী ও সংগ্রামী যৌথ মঞ্চও। ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছে সব পক্ষ।
এর আগে মামলাটি শুনছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। ফলত, আজ সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হবে নাকি অন্য কোনও রায় দেবে শীর্ষ আদালত? আন্দোলনরত চাকরিপ্রার্থী অভিষেক সেন বলেন, “প্রধান বিচারপতি মামলা সংক্ষিপ্ত করে দিয়েছেন। আমরা আশা করব তাঁরা যোগ্য-অযোগ্যদের সঠিক বিভাজন করে অযোগ্যদের তালিকা পাঠানো হবে।”