মোদী সরকারের বড় ঘোষণা! মেডিক্যালে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ

শুধু ওবিসি নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

মোদী সরকারের বড় ঘোষণা! মেডিক্যালে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ
ফাইল চিত্র।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 29, 2021 | 6:36 PM

নয়া দিল্লি: হবু চিকিৎসকদের জন্য সুখবর। ওবিসি (OBC) বা অনগ্রসর শ্রেণির পড়ুয়া ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের এ বার ডাক্তারি (Medical) পড়ার ক্ষেত্রে সুযোগ বাড়ল। আজ, কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ডাক্তারি পড়ার সুযোগের ক্ষেত্রে ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে ওবিসি বা অনগ্রসর শ্রেণির ছেলেমেয়েদের জন্য ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হল।

এমবিবিএস (MBBS) ও বিডিএস (BDS) উভয় কোর্সের জন্যই এই সংরক্ষণ প্রযোজ্য। শুধু স্নাতক নয় স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রেও এই সুযোগ মিলবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই সংরক্ষণের এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংরক্ষণের কথা ঘোষণা করে একটি টুইট করেছেন। জানা গিয়েছে, গত সোমবার তিনি একটি বৈঠক করেছিলেন। সেখানে এই সংরক্ষণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন তিনি। এই সংরক্ষণ সংক্রান্ত ইস্যু দীর্ঘদিনের। তাই তা সমাধান করার নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে। বুধবারই ওবিসি বা অনগ্রসর শ্রেনির বেশ কয়েকজন প্রতিনিধি দেখাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে থেকে জানানো হয়েছে, ‘এই সিদ্ধান্তে উপকৃত হবেন হবু চিকিৎসকেরা। এই সিদ্ধান্ত কার্যকর হলে এমবিবিএসে ১৫০০ ওবিসি ছাত্র বা ছাত্রী ও স্নাতকোত্তর ডিগ্রিতে ২৫০০ ওবিসি পড়ুয়া সুযোগ পাবেন। ইডব্লুএস বা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের জন্য এমবিবিএসে ৫৫০ টি আসন ও স্নাতকোত্তরে ১০০০ আসন সংরক্ষিত থাকবে। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া বিবৃততে বলা হয়েছে, ‘বর্তমান সরকার দুই শ্রেনির জন্য আসন সংরক্ষণ করতে চায়। আজ মেডিক্যাল ক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে কোনও রাজ্যে পড়ার জন্যই এই সংরক্ষণের নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে কেন্দ্র। আরও পড়ুন: চালু হচ্ছে না লোকাল ট্রেন, রাজ্যে ফের বাড়ল করোনার বিধি-নিষেধ