রেহাই নেই পশুদেরও, করোনায় আক্রান্ত ২৮টি হাতি
তামিলনাড়ুর নীলগিরি জেলায় ২৮টি হাতির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে খবর। মুদুমালাই টাইগার রিজার্ভের (Mudumalai Tiger Reserve) থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে হাতির কোভিড পজিটিভের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
চেন্নাই: করোনার দাপটে জেরবার দেশবাসী। মৃত্যুর নিরিখে আমেরিকা, ব্রাজিলের পরেই ভারতের স্থান। অতিমারি (Pandemic) পরিস্থিতিতে গত এক বছরে বেশি সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। মানুষের পর এবার পশুর দেহে করোনা ভাইরাসের (Coronavirus) সন্ধান পাওয়া গেল। ঘটনার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
তামিলনাড়ুর নীলগিরি জেলায় ২৮টি হাতির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে খবর। মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে হাতির কোভিড পজিটিভের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে ৮টি সিংহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপরেই হাতিগুলির করোনা পরীক্ষার নির্দেশ দেন বনমন্ত্রী কে রামাচন্দ্রন।
হাতির দেহে করোনা সংক্রমণের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। পশু চিকিৎসক রাজেশ কুমার হাতির দেহ থেকে নমুনা সংগ্রহ করে উত্তরপ্রদেশে পরীক্ষার জন্য পাঠান। তারপর জানা যায় হাতিগুলি করোনায় আক্রান্ত। হাতিগুলিকে বিশেষ যত্নের সঙ্গে দেখভাল করছেন ৫২ জন কর্মী।
আরও পড়ুন: লাদাখে জেসিবি মেশিনে চড়ে নদী পেরলেন কোভিড যোদ্ধারা