UP Man: অখিলেশকে বলেছিলেন পাত্রী খুঁজে দিতে, এবার বিয়েতে মোদী-যোগীকে নিমন্ত্রণ করতে চান ২.৩ ফুট উচ্চতার ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 30, 2022 | 11:59 AM

UP Man: বিয়ে করছেন ২.৩ ফুট উচ্চতার উত্তর প্রদেশের আজ়িম মনসুরি। তিনি নিজের বিয়েতে মোদী ও যোগীকে নিমন্ত্রণ করতে চান।

UP Man: অখিলেশকে বলেছিলেন পাত্রী খুঁজে দিতে, এবার বিয়েতে মোদী-যোগীকে নিমন্ত্রণ করতে চান ২.৩ ফুট উচ্চতার ব্যক্তি
ছবি সৌজন্যে : ANI

Follow Us

লখনউ: সামনেই বিয়ের মরশুম। এই আবহে নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন উত্তর প্রদেশের শামলি জেলার বাসিন্দা আজ়িম মনসুরি। প্রস্তুতি প্রায় শেষ। তবে বিয়ে তো অনেকেই করে। তাহলে আজ়িমের বিয়ের আলাদা কী রয়েছে! বিশেষত্ব রয়েছে নিমন্ত্রণপত্রের তালিকায়। কারণ সেই তালিকায় নাম রয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। তিনি নিজের বিয়েতে দেশের প্রধানমন্ত্রী ও নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করতে চান।

মনসুর উচ্চতায় ২.৩ ফুট। পঞ্চম শ্রেণিতে পড়াকালীনই স্কুল থেকে অব্যাহতি। উচ্চতা ও পড়াশোনা খুব একটা বেশি না হলেও প্রত্যাশা খুব গভীর। আজ়িম মনসুরি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আমার নভেম্বরে বিয়ে রয়েছে। আমি আমার বিয়ের নিমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগীকে দেব। আমি দিল্লি যাব এবং তাঁদের নিমন্ত্রণ করে আসব।’ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিদিন দেশের হাজার হাজার নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঠিকই। তবে সেইভাবে সাধারণ নাগরিকরা নিজেদের বিয়েতে প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করার কথা ভাবেন না। কিন্তু প্রধানমন্ত্রী আদৌ তাঁর বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কি না সেই চিন্তা না করেই নিমন্ত্রণ পত্র দিতে দিল্লি ছুটবেন আজ়িম।

জানা গিয়েছে, গত বেশ কয়েক বছর ধরেই আজ়িম নিজের জন্য পাত্রী খুঁজছিলেন। তাঁর কম উচ্চতার কারণে মানানসই পাত্রী মেলা দুষ্কর ছিল। এদিকে তাঁর বিয়ে নিয়ে তিনি একাধিকবার একাধিক রাজনীতিবিদ ও সরকারি আধিকারিকদের সঙ্গে দেখাও করেছিলেন বলে জানা গিয়েছে। ২০১৯ সালে তিনি এমনকী তখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গেও কথা বলেন। অখিলেশকে তাঁর জন্য পাত্রী খুঁজতে সাহায্য়ের আবেদন করেছিলেন। তবে এত বছরের প্রচেষ্টার পর হাপুর থেকে নিজের জন্য পাত্রী পেতে সক্ষম হন আজ়িম। নিউজ ১৮-র প্রতিবেদন অনুযায়ী, গত বছর মার্চ মাসেই নিজের স্বপ্নের এই রাজকন্যার সঙ্গে দেখা হয় আজ়িমের। আর ২০২১ সালের এপ্রিল মাসেই ৩ ফুট উচ্চতার বুশারার সঙ্গে বাগদান হয়। অবশেষে আগামী ৭ নভেম্বর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

Next Article